বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প পেলেন প্রথম ফিফা শান্তি পুরস্কার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৫

#

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে ফিফা শান্তি পুরস্কার তুলে দেন। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র অনুষ্ঠানে সংস্থাটির নতুন চালু করা ফিফা পিস প্রাইজ বা ফিফা শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার (৫ই ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে এই সম্মাননা তুলে দেন।

ফিফা জানায়, এ বছর বিশেষভাবে চালু হওয়া এই পুরস্কার তাদেরকে দেওয়া হবে, যারা শান্তি প্রতিষ্ঠায় ‘অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন’ এবং ‘সারা বিশ্বের মানুষকে একত্রিত করেছেন’। নতুন পুরস্কারের প্রথম প্রাপক হিসেবে ট্রাম্পকে আগে থেকেই এগিয়ে রাখা হচ্ছিল।

ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে উপস্থিতি সেই জল্পনাকে আরো জোরালো করেছিল।

পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, ‘এটি আমার জীবনের অন্যতম বড় সম্মান। জিয়ান্নি ফুটবলের জন্য অবিশ্বাস্য কাজ করেছে। ফুটবল অথবা আমরা যাকে সকার বলি, তার জনপ্রিয়তা এখন কল্পনার চেয়েও অনেক বেশি।'

আগামী ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ আয়োজন করবে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ফিফা শান্তি পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250