বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রিগারে আঙুল রাখা আছে—ট্রাম্পের ‘ভয়াবহ হামলার’ হুমকির জবাবে ইরান *** শেরপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: অন্তর্বর্তী সরকার *** বাপের জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসিনি: মির্জা ফখরুল *** নারীরা কখনো জামায়াতের আমির হতে পারবেন না: শফিকুর রহমান *** জামায়াতের নারী ও পুরুষ কর্মীরা ২০টি করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন: নয়ন *** ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান *** ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ *** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি

আর্জেন্টিনার হয়ে মাঠে নামার আগেই জ্বলে উঠলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইন্টার মিলানের জার্সিতে ২৪ গোল নিয়ে গত মৌসুমটা শেষ করেছিলেন লাওতারো মার্তিনেজ। তবে তিনি এত গোল করলেও গত মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি তার দল। সেই হতাশা ভুলে নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করলেন মার্তিনেজ, যেন আগের মৌসুমের ফর্মটাই টেনে এনেছেন এই মৌসুমে।

ইতালিয়ান সিরি ‘আ’তে ইন্টারের প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন মার্তিনেজ। তোরিনোর বিপক্ষে ইন্টারের ৫-০ ব্যবধানের জয়ে নিজে গোল করার পাশাপাশি আর্জেন্টাইন স্ট্রাইকার গোলে সহযোগিতাও করেছেন।

ঘরের মাঠ সান সিরোয় ১৮ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনির গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। ৫১ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে গোল করেন মার্তিনেজ। ৬২ মিনিটে থুরাম করেন নিজের দ্বিতীয় গোল। ১০ মিনিট পর মার্তিনেজের পাস থেকেই দলের ৫ম গোল করেন অ্যাঞ্জে-ইওয়ান বোনি। ১৯৬১ সালের পর এই প্রথম মৌসুমের প্রথম লিগ ম্যাচে অন্তত পাঁচ গোলের ব্যবধানে জিতল ইন্টার।

গত মৌসুমে একের পর এক প্রতিযোগিতায় শিরোপার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছিল ইন্টার। সিরি ‘আ’-তে তারা শেষ মুহূর্তে শিরোপা হাতছাড়া করে নাপোলির কাছে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ৫ গোলে বিধধ্বস্ত হয় পিএসজির কাছে। সেই হতাশা ভুলে নতুন মৌসুমটা দারুণভাবেই শুরু করল ইন্টার।  

ম্যাচ শেষে ইন্টার অধিনায়ক মার্তিনেজ বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপের পর আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। কোচ আমাদের অনেক সাহায্য করছেন এবং কঠোর পরিশ্রমে উৎসাহিত করছেন। আমরা দেখেছি, দল বল হারানোর সঙ্গে সঙ্গেই সেটা ফিরে পাওয়ার চেষ্টা করছে। প্রথম ম্যাচ নিয়ে আমরা খুশি। এই ম্যাচে যারা বেঞ্চ থেকে নেমেছে, তারাও সবাই উদ্দীপ্ত ছিল। মৌসুমের শুরুতে আমাদের শক্তি নতুনভাবে ফিরে এসেছে।’

বড় ব্যবধানে পাওয়া এই জয় নিয়ে জোড়া গোল করা থুরাম স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমরা কোনো গোল হজম না করে ভালোভাবে শুরু করেছি, আর সেটাই গুরুত্বপূর্ণ ছিল।’

লিগে ইন্টারের পরের ম্যাচ উদিনেসের বিপক্ষে, আগামী রোববার রাতে। এরপর আন্তর্জাতিক ফুটবলের বিরতি। লাওতারো মার্তিনেজ যাবেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে। সেই দুই ম্যাচের আগে তার এমন ফর্ম দেখে নিশ্চয়ই খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও।

লাওতারো মার্তিনেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250