শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

মুন্সীগঞ্জে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে পারুল দাস (৪৫) ও তার ছেলে বিমল দাস (২৮) হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেছেন।

শুক্রবার (২৯শে নভেম্বর) হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ইমরান বিন ইলিয়াস এর হাতে কালেমা পাঠের মধ্য দিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহন করেন।

বর্তমানে পারুল দাস এর নাম রাখা হয়েছে মরিয়ম বেগম ও তার ছেলে বিমল দাসের নাম রাখা হয়েছে আব্দুল্লাহ।

নওমুসলিম মরিয়ম বেগম গণমাধ্যমকে বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মুসলমানের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি। এ ছাড়া বিভিন্ন ইসলামিক স্কলারদের ওয়াজ শুনে বুঝতে পারি, ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। আমি অনুধাবন করতে পেরেছি, একমাত্র ইসলামই সেরা ধর্ম, যা পরকালে মুক্তির সন্ধান দিতে পারে। আমি সাবালিকা বিধায় বুঝে-শুনে আমি এবং আমার সন্তান বিজ্ঞ আলেমের নিকট গিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মহাপবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করি।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুজ্জামান দেওয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে নওমুসলিম মরিয়ম বেগম কে ৫ হাজার টাকা এবং হাসাইল বানারী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো: খোকন বেপারী ৩০ কেজি চাউল প্রদান করেন।

এ সময় বিএনপি নেতা খোকন বেপারী গণমাধ্যমকে বলেন, যেহেতু সে নিজ ইচ্ছায় মুসলিম ধর্ম গ্রহন করেছেন তাই হয়তো তার পূর্বের পরিবার তাকে আর্থিকভাবে সহায়তা করবেনা সেই দৃষ্টিকোণ থেকে আমরা নওমুসলিম মরিয়ম বেগমকে এই সহায়তা প্রদান করলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই পরিবারটির পাশে থাকার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও হাসাইল বানারী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান শেখ, বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: সোহেল মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী বাবু সিকদার প্রমুখ।

ওআ/কেবি

ইসলাম ধর্ম গ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন