রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

হস্তমৈথুন কমিয়ে দেয় প্রস্টেট ক্যানসারের ঝুঁকি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ৩০শে মার্চ ২০২৫

#

হস্তমৈথুন নিয়ে নানা ভুল ধারণা আছে অনেকের মনে। অনেকের ধারণা, হস্তমৈথুনের ফলে শরীরের ক্ষতি হয়। কিন্তু নানা সময়ে নানা গবেষণা প্রমাণ করে দিয়েছে, এর ফলে কোনও ক্ষতি হয় না। যৌনসঙ্গমের ক্ষেত্রে কিছু শারীরিক লাভ আছে। হস্তমৈথুনের ক্ষেত্রে সেই পরিমাণে লাভ না থাকলেও ক্ষতিও নেই।

কিন্তু হালের বেশ কয়েকটি গবেষণায় দেখা যাচ্ছে, পুরুষরা হস্তমৈথুন করলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমে। শুধু ক্যানসারই নয়, প্রস্টেট সংক্রান্ত অন্য সমস্যার মাত্রাও কমে নিয়মিত হস্তমৈথুনের ফলে।

সিদ্ধান্তে আসতে চিকিৎসকরা বেশ কয়েকটি সমীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন। ২০০৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যানসার গবেষণা বিভাগের তরফে একটি সমীক্ষা চালানো হয়। তাতে দাবি করা হয়, ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে যে পুরুষরা বেশি মাত্রায় যৌনসঙ্গমে লিপ্ত হন, বয়স বাড়লে তাদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ে। যদিও বিজ্ঞানীরা তখন জানিয়েছিলেন, হস্তমৈথুনের ক্ষেত্রে বিষয়টি কী, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

আগের গবেষণার ফলকে ভুল প্রমাণিত করে ২০২৪ সালের অন্য একটি গবেষণাপত্র। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণাপত্রে দাবি করা হয়, হস্তমৈথুন পুরুষের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বয়সের সঙ্গে সঙ্গে তার উপকারিতাও টের পাওয়া যায়। পরবর্তীকালে অস্ট্রেলিয়ার ক্যানসার চিকিৎসকদের অন্য একটি গবেষণাপত্রও সমর্থন করে হার্ভার্ডের গবেষণাপত্রটিকে। বলা হয়, অল্প বয়স থেকে যে পুরুষরা নিয়মিত হস্তমৈথুন করেন, তাদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি কমে।

কিন্তু কতবার হস্তমৈথুন করা ভালো? এ বিষয় নিয়েও নানা রকম ভ্রান্ত ধারণা রয়েছে অনেকের মধ্যে। অনেকে মনে করেন, হস্তমৈথুন করা যেতে পারে, কিন্তু মাসে এক-দু’বারের বেশি নয়। চিকিৎসাবিজ্ঞান তা বলছে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তরফে হালে একটি সমীক্ষা চালানো হয়েছে। প্রায় ৩০ হাজার পুরুষকে সমীক্ষাটিতে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়।

সমীক্ষায় দেখা যায়, যে পুরুষরা মাসে কমবেশি ২১ বার হস্তমৈথুন করেন, তাদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি প্রায় ২০ শতাংশ কমে যায়। প্রায় একই কথা বলছে অস্ট্রেলিয়ার ক্যানসার চিকিৎসকদের সমীক্ষা। সেখানে দাবি করা হয়েছে, যে পুরুষরা রোজ হস্তমৈথুন করেন, তাদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি ৩৬ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

এইচ.এস/

যৌনতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন