রবিবার, ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সালমানের বদলে ৬০০ কোটির সিনেমায় আল্লু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

অ্যাটলি কুমারের ‘বেবি জন’ ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ। এই ছবির প্রচারণার সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে একটি ছবি করবেন। কিন্তু শোনা যাচ্ছে, অ্যাটলি তার পরবর্তী ছবিতে সালমানের বদলে প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুনকে নিয়েছেন।

আল্লুকে নিয়ে তিনি শিগগিরই ছবির শুটিং করতে চলেছেন বলে জানা গেছে। অ্যাটলির এই ছবিতে আল্লুর সঙ্গে তিন নায়িকাকে দেখা যাবে। খবর বলিউড হাঙ্গামার।

সমালোচকরা ধারণা করছেন যে, ‘বেবি জন’ মহাফ্লপ হওয়ার পর আর কোনো ঝুঁকি নিতে চান না অ্যাটলি। তাই তড়িঘড়ি করে তিনি পরবর্তী প্রকল্প থেকে বাদ দিয়েছেন সালমানকে। কারণ, বক্স অফিসের দিকে তাকালে দেখা যাবে যে, ভাইজানের অভিনীত শেষ কয়েকটা ছবি ভালো ব্যবসা করতে ব্যর্থ। বলা যায়, সালমানের ক্যারিয়ার এখন পড়তির দিকে।

আর তাই অ্যাটলি তার ছবিতে এমন নায়ককে আনতে চান, যার হাত ধরে তার ব্যবসা আসবে। আর এই মুহূর্তে আল্লু অর্জুনই যে অ্যাটলির সবচেয়ে বড় ভরসা, তা বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে, অ্যাটলির এই ছবির বাজেট বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকা। আর ছবিটি প্রযোজনা করছে ‘সান পিকচার্স’। অ্যাকশনে ভরপুর ছবিটি পুনর্জন্মের ওপর আধারিত হবে বলে জানা গেছে। অ্যাটলির এই ছবিতে তিন নায়িকাকে একসঙ্গে দেখা যাবে। কানাঘুষা শোনা যাচ্ছে যে, এই তিন নায়িকার মধ্যে একজন বলিউড তারকা জাহ্নবী কাপুর।

এইচ.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন