বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

ডিজিটাল অ্যারেস্ট হয়ে ১০ কোটি টাকা হারালেন প্রকৌশলী!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

‘ডিজিটাল অ্যারেস্ট’ চক্রের ফাঁদে পড়ে প্রায় ১০ কোটি টাকা হারালেন দিল্লির ৭২ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত প্রকৌশলী। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত প্রকৌশলীকে তাইওয়ান থেকে ফোন করে বলা হয়, মুম্বাই বিমানবন্দরে তার নামে একটি পার্সেল এসেছে, তাতে রয়েছে নিষিদ্ধ ড্রাগ। 

দিল্লি পুলিশের সাইবার সেলের পক্ষ থেকে বলা হয়, নিজেদের মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার আধিকারিক পরিচয় দেওয়ার পর কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় ওই ব্যক্তির থেকে। শুধু তাই নয়, নিজের মোবাইলে স্কাইপ ডাউনলোড করতে বলা হয় ওই ব্যক্তিকে। এ ঘটনায় তদন্তে রয়েছেন ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন। 

আরো পড়ুন : সেনা কর্মকর্তা কাসেম সোলেইমানি হত্যার বদলা নেবে ইরান

তারা আরও বলেন, ‘ওই ব্যক্তি অ্যাপ ডাউনলোড করলে ভিডিও কলে তাকে ৮ ঘণ্টা ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়। আইনি ঝামেলা থেকে থেকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়ে ১০ কোটি ৩ লাখ টাকা একাধিক অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেয় প্রতারকরা।’ 

‘প্রতারিত ব্যক্তি পুরো ঘটনা পরিবারকে জানালে থানায় অভিযোগ দায়ের করে পরিবার। ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন বিভাগ তদন্তে নেমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করেছে।’ 

পুলিশ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ওই ব্যক্তির পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। ওই ব্যক্তির ছেলে ও মেয়ে বিদেশে কর্মরত তাদের টার্গেট করার হুমকি দিয়েছিল অপরাধীরা। যার জেরেই টাকা দিতে বাধ্য হন তিনি।

এস/ আই.কে.জে/


ডিজিটাল অ্যারেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন