সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

ঝকঝকে প্রিন্টে আবার মুক্তি পাচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১লা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডে চলছে রি-রিলিজ ট্রেন্ড। কয়েক বছর ধরে নিয়মিত মুক্তি পাচ্ছে পুরোনো জনপ্রিয় সিনেমাগুলো। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে টালিউডও। সম্প্রতি মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রি-রিলিজ করা হয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। 

এবার চিরঞ্জিৎ জানালেন, ‘বেদের মেয়ে জোসনা’ও পুনরায় মুক্তি পাবে। ইতিমধ্যে প্রযোজকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তার। সিনেমার রেস্টোরেশনের কাজও শুরু হয়ে গেছে। ঝকঝকে প্রিন্টে, উন্নত সাউন্ডে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। খবর এই সময়ের।

পশ্চিমবঙ্গে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রি-রিলিজ হয় সত্যজিৎ রায়ের ‘মহানগর’। ২১শে ফেব্রুয়ারি নতুনভাবে মুক্তি পায় সত্যজিতের আরেক সিনেমা ‘নায়ক’। দারুণ সাড়া ফেলেছে নায়কের রি-রিলিজ।

এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগে দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র রেস্টোরেশন সংস্করণ। এ উদ্যোগ অনুপ্রাণিত করেছে টালিউড ইন্ডাস্ট্রিকে। সেই ধারাবাহিকতায় বেদের মেয়ে জোসনা ঝকঝকে প্রিন্টে নতুনভাবে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এবারই প্রথম নয়, এর আগে ১৯৯৯ সালেও রি-রিলিজ করা হয়েছিল সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে চিরঞ্জিৎ বলেন, ‘আমি চাই আবার আসুক বেদের মেয়ে জোসনা। সিনেমাটি যে ম্যাজিক তৈরি করেছিল, আমি চাই সেটা রিপিট করুক। এ যুগেও যদি চলে, তাহলে বুঝব, আজও সিনেমাটির দম আছে।’

বেদের মেয়ে জোসনা প্রথমে নির্মিত হয়েছিল ঢাকায়। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল সিনেমা। তোজাম্মেল হক বকুল পরিচালিত এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। 

১৯৯১ সালে কলকাতায় রিমেক করা হয় বেদের মেয়ে জোসনা। মতিউর রহমান পানুর পরিচালনায় সেই সিনেমায়ও ছিলেন অঞ্জু ঘোষ। নায়ক হিসেবে অভিনয় করেন চিরঞ্জিৎ। পশ্চিমবঙ্গেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল।

বেদের মেয়ে জোসনার ব্যবসায়িক সাফল্যের কথা জানিয়ে চিরঞ্জিৎ বলেন, ‘টালিউডে ১১ কোটি রুপির ব্যবসা করেছিল বেদের মেয়ে জোসনা। সে সময়ে টিকিটের দাম ছিল মাত্র দেড় টাকা। এতেই বোঝা যায়, দর্শক কতটা আপন করে নিয়েছিল সিনেমাটিকে।’

এইচ.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন