সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট *** শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, তাকে পুশ-ইন করা হচ্ছে না কেন: রিজভী *** দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি নেওয়া হবে দলগুলোর *** আগস্ট থেকেই শুরু পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ: স্বরাষ্ট্র উপদেষ্টা *** ২০ বছর পর নিজের নাম লিখলেন পক্ষাঘাতগ্রস্ত নারী, সম্ভব করল মাথায় বসানো চিপ *** প্রথমবারের মতো এক বছরেই ৪০৯ কোটি ডলার বিদেশি ঋণ শোধ *** স্বৈরাচার রুখতেই সংলাপে অংশ নিচ্ছি: সালাহউদ্দিন আহমদ

কক্ষপথে পৌঁছেছে ব্লু অরিজিনের রকেট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রযুক্তি উদ্যোক্তা জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ গ্লেন নামের একটি রকেট উৎক্ষেপণ সফল হয়েছে।

বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে এটি প্রথমবার উৎক্ষেপণ করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রায় ৩০ তলা সমান রকেটটি দুটি ভাগে বিভক্ত। এর মধ্যে প্রথম অংশটি পুনর্ব্যবহারযোগ্য। এতে সাতটি ইঞ্জিন রয়েছে। গতকাল রকেট উৎক্ষেপণের পর ব্লু অরিজিনের ওয়াশিংটন ও ফ্লোরিডার কার্যালয়ের শত শত কর্মী উচ্ছ্বাস প্রকাশ করেন।

প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট আরিয়ান কর্নেল ঘোষণা দেন, তাদের দীর্ঘ প্রতীক্ষিত রকেট উৎক্ষেপণ সফল হয়েছে এবং রকেটটির দ্বিতীয় অংশ নিরাপদে কক্ষপথে প্রবেশ করেছে।

রকেটটির প্রথম অংশ আটলান্টিক মহাসাগরে একটি বার্জে অবতরণ করার কথা থাকলেও তা ব্যর্থ হয়েছে। ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা বেজোস বলেন, ব্লু অরিজিনের প্রথমবার রকেট উৎক্ষেপণ প্রচেষ্টা নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগে ছিলেন।

এদিকে প্রথম প্রচেষ্টাতেই রকেট কক্ষপথে পাঠাতে সফল হওয়ায় জেফ বেজোসকে অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক।

শান্তনু/কেবি

রকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন