বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

অভিনেত্রীর ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি, দিতে হলো ব্যাখ্যা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। মাঠে নামলেই ছোটাচ্ছেন রানের ফুলঝুরি। আইপিএলে নেতৃত্ব ও ব্যাট হাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দিয়ে যাচ্ছেন দারুণ সমর্থন। এরই মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমের বিব্রতকর এক পরিস্থিতিতে কোহলি।

ভারতের এক অভিনেত্রীর ছবিতে লাইক দেওয়া নিয়ে চলছে আলোচনা। ব্যাপারটি ব্যাখ্যা করে পরে ইনস্টাগ্রামে স্টোরিও পোস্ট করেছেন তিনি।

ভারতীয় অভিনেত্রী অভনীত কৌরের ফ্যান পেইজের পোস্টে রি-অ্যাকশন দেন কোহলি। লাইক দেওয়ার একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইনস্টাগ্রামের সেই ছবিতে দেখা যায়, অভনীত কৌরের ভক্তদের পরিচালিত পেজের পোস্টে লাইক দিয়েছেন তিনি। 

অখ্যাত একজন অভিনেত্রীর ছবিতে কোহলির লাইক মানতে পারছেন না কোহলিভক্তরা। কেউ আবার কোহলির পাশেও দাঁড়িয়েছেন।

সব মিলিয়ে বিতর্কের অবসানে এবার কোহলিকেই দিতে হলো ব্যাখ্যা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, আমি ইনস্টাগ্রামে স্ক্রলিংয়ের সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো প্রতিক্রিয়া পড়ে গেছে বলে মনে হচ্ছে (সেই ছবিতে)। এমন কাজের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি, এ ঘটনায় অহেতুক কোনো অনুমান করতে শুরু করে দেবেন না। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

১লা মে ছি বলিউড অভিনেত্রী ও কোহলির স্ত্রী আনুশকা শর্মার জন্মদিন। এ ‍উপলক্ষে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার স্ত্রীকে ভালোবাসায় ভাসিয়ে একটি পোস্ট করেন। দু’জনের ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন সেখানে। আর সেদিনই ঘটল অনাকাঙ্ক্ষিত লাইক দেওয়ার ঘটনা।

এইচ.এস/

বিরাট কোহলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন