শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

ভারত

মণিপুরের মতো পশ্চিমবঙ্গেও নারী নির্যাতন হচ্ছে: লকেট চট্টোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

বিজেপি এমপি অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় - ফাইল ছবি (সংগৃহীত)

ভারতের মণিপুরে দুই নারীকে বিবস্ত্র করে নির্মম অত্যাচারের ঘটনায় ভারতজুড়ে প্রতিবাদ চলছে। শুক্রবার (২১ জুলাই) কলকাতার তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস মঞ্চ থেকে মণিপুরের ঘটনায় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। তার অভিযোগ, ‘বিজেপি বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে ‘বেটিদের জ্বালাচ্ছে’।

এর কয়েক ঘণ্টার পরেই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে মণিপুরের তুলনা করলেন হুগলির বিজেপি এমপি অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও।

এদিন নারী নির্যাতনের কথা বলতে গিয়ে অঝোরে কাঁদতে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়কে। তিনি বলেন, মণিপুরের যে ঘটনা ঘটেছে, সেটি খুবই দুঃখজনক। তারাও আমাদের দেশের সন্তান।

এরপর পশ্চিমবঙ্গের পরিস্থিতি প্রসঙ্গে বিজেপি সংসদ সদস্য বলেন, এবারে পঞ্চায়েত নির্বাচনের নামে সহিংসতার, ভোট লুটের, খুনের, সন্ত্রাসের ও নারীদের ওপর অত্যাচারের নির্বাচন হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ছোট ঘটনা। পুলিশ আমাদের অভিযোগ নেয় না। মা-বোনদের বাঁচাতে আমরা কোথায় যাবো?

লকেট চট্টোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সময় পাঁচলায় বিজেপি কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। গোটা রাজ্যে নারীদের ওপর নির্যাতন চলছে। আমরা কেন্দ্রকে বলি। কেন্দ্র তদন্ত করে, রাজ্যের পক্ষে থেকে কোনো সহযোগিতা করা হয় না। আমরা কোথায় যাবো?


লকেট চট্টোপাধ্যায় - ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, মমতা ব্যানার্জী নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও ১০-১২ বছর ধরে বারবার নারীদের ওপর অত্যাচার ঘটছে পশ্চিমবঙ্গে। কালিয়াগঞ্জে এক দলিত নারীকে অত্যাচার করে খুন করা হয়েছে। তার কোনো বিচার হলো না।

লকেট চট্টোপাধ্যায় বলেন, ভিডিও ভাইরাল হলে তবেই কি আমরা এ ধরনের ঘটনা নিয়ে মুখ খুলবো? সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী চুপ কেন? বাকি রাজ্যে গিয়ে এরা কান্নাকাটি করেন। কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে মুখ খোলেন না। অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করুন, তার এলাকায় তৃণমূল কংগ্রেস কেমন অত্যাচার করছে।

এরপর হুগলি জেলা পরিষদের নির্বাচনের ভোট গণনার দিন নারীদের অত্যাচারের কথা বলতে গিয়ে কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার এলাকার জেলা পরিষদ প্রার্থীকে ভোট গণনার দিন চুলের মুঠি ধরে বাইরে ফেলে দিলো। কিছু করতে পারলাম না। শুধু তাকিয়ে ছিলাম। পুলিশকে গিয়ে বললাম। পুলিশ বললো, আপনি এখান থেকে চলে যান।

আরো পড়ুন: নারীদের বিবস্ত্র করে ঘোরানো: প্রধান অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

হুগলির বিজেপির এমপি আরও বলেন, মণিপুর যেমন ভারতের মধ্যে, তেমন পশ্চিমবঙ্গও ভারতের মধ্যে। প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনা নিয়ে গতকাল কথা বলেছেন। প্রধানমন্ত্রী দেশের প্রত্যেকটি রাজ্যের আইনি ব্যবস্থা কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমাদের রাজ্যের মেয়েরা কোথায় যাবে? এই পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার বলি হয়েছে ৫৭ জন। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। দু-একটা ছোটখাটো ঘটনা ঘটেছে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের জনগণ ভেবেছিল নারী মুখ্যমন্ত্রী হলে রাজ্যের নারীরা বেশি সুরক্ষিত থাকবে। কিন্তু নারী নির্যাতনেই পশ্চিমবঙ্গ সবচেয়ে এগিয়ে।

এম/


ভারত বিজেপি লকেট চট্টোপাধ্যায় অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন