মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

বিয়ের সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ারের সাথে নয়

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুহাম্মাদ মাইনুল ইসলাম 

আমরা অনেকেই মনে করে থাকি বিয়ের সম্পর্ক হচ্ছে ক্যারিয়ারের সাথে। বিয়ে করতে হলে আগে ক্যারিয়ার গড়তে হবে, ভালো কোনও চাকরি করতে হবে। প্রতি মাসে ২০/৩০ হাজার টাকা ইনকাম করতে হবে, না হয় স্ত্রীকে খাওয়াবো কী? পরাবো কী?

এই বিষয়গুলো ছোট বেলা থেকে আমাদের সমাজ আমাদেরকে শিখিয়ে আসছে। এর বাইরে আমরা চিন্তা করতে পারি না। একটা ছেলে উপযুক্ত বয়সে বিয়ের কথা বললে তখন পরিবার থেকে বলা হয়- আগে প্রতিষ্ঠিত হও।

অথচ আল্লাহ তায়ালা  সূরা আন-নূরে বলেছেন: “আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী।” 

নবী করীম সাঃ বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়। তাদের মধ্যে একজন ঐ বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায়। (তিরমিজি ১৬৫৫)।

এই আয়াত আর হাদিস দ্বারা বোঝা যায়- আল্লাহ আমাদেরকে স্পষ্ট  বলে দিয়েছেন তোমাদের ছেলে-মেয়ে  উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিয়ে দাও। তারা যদি অভাবী হয়  তাহলে আমি আল্লাহ নিজ দায়িত্বে অভাব দূর করে দিব। যেখানে স্বয়ং আল্লাহ সব দায়িত্ব  নিয়ে নেন সেখানে আপনি বাধা হয়ে দাঁড়াবেন কেন?

আল্লাহ তায়ালা আপনাকে এগুলো নিয়ে চিন্তা করতে বলেন নাই। তিনি বলেছেন উপযুক্ত হলে বিয়ে দিয়ে দিতে। আপনি তাই করুন। যদি আপনি বাধা হয়ে দাঁড়ান তারপর আপনার ছেলে-মেয়ে অপকর্মে লিপ্ত হলে তার একভাগ গুনাহ আপনার আমলনামায় যোগ হবে। 

যখন তারা এর কারণে জাহান্নামে  যাবে  তখন আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলবে- হে আল্লাহ আমাদের উপযুক্ত বয়স হয়েছে, তখন আমাদেরকে বিয়ে দেয় নাই। যার কারণে আমরা হারামে জড়িয়ে গেছি।

আই. কে. জে/ 

যৌবন বিয়ে ক্যারিয়ার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন