শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিম তীর দখলে ইসরায়েলি পদক্ষেপের কঠোর নিন্দা জানাল বাংলাদেশ *** বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির *** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক

‘লোকাল’ পরাণের মতো লেগে যেতে পারে’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদের দিন থেকেই সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে বেশ দাপট দেখাচ্ছে সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’। মুভিতে মুখ্য চরিত্রে আদর আজাদ ও শবনম বুবলী।

সিনেমা হলগুলো থেকে ক্রমেই আসছে হাউসফুলের খবর। আবার অনেকেই টিকিট না পেয়ে চলে যাচ্ছেন বলে জানা যায়। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি ভালো দর্শক পাচ্ছে বলে গণমাধ্যমকে জানালেন সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ। 

মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘লিডার’ আর ‘কিল হিম’ তো বড় বাজেটের সিনেমা। এ দুটি সিনেমার কথা আলাদা। এর বাইরে 'লোকাল'র দর্শক আগ্রহে আমরা মুগ্ধ। সিনেমাটি হল কম পেয়েছে, প্রচারণার সময়ও কম পেয়েছে। প্রোপার প্রচারণা করতে পারলে সিনেমাটি পরাণ'র মতো হিট হওয়ার সুযোগ ছিল। তারপরও বলা যায় না যে আগ্রহ দেখছি আগামী সপ্তাহ থেকে লোকাল পরাণের মতো লেগে যেতে পারে।

তিনি আরও জানান, ঈদের দিন অল মোস্ট হাউসফুল গেলেও দ্বিতীয় এবং তৃতীয় দিন পুরোপুরি হাউসফুল গেল সিনেমাটি। নির্দিষ্ট সময়ের আগেই লোকালের টিকিট শেষ হয়ে যায়। আমরা আশা করি আগামী সপ্তাহে আরও ভালো যাবে। ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'লোকাল'। শুধু ঢাকাতেই নয়, ঢাকার বাহিরেও সিনেমাটি হাউসফুল দর্শক পাচ্ছে। সোমবার রংপুরের আকাশ টকিজ সিনেমা হলেও 'লোকাল' হাউসফুল ছিল। এসময় টিকিটের জন্য দর্শকের দীর্ঘ লাইন দেখা যায়। অন্যসব প্রেক্ষাগৃহগুলোতেও একই চিত্র।

আরো পড়ুন: ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে কে?

ক্লিওপেট্রা ফিল্মস প্রযোজিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। 'লোকাল' সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

এম/

 

ঈদের দিন শবনম বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250