শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান

সাফে ভালো করে র‌্যাংকিংয়েও উন্নতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সাফ চ্যাম্পিয়নশিপে এবারের আসরটা ছিল বেশ কঠিন। নিয়মিত দলগুলোর পাশাপাশি টুর্নামেন্টে খেলেছে দুই শক্তিশালী অতিথি দল। অথচ এবারের টুর্নামেন্টেই আলো ছড়িয়েছে বাংলাদেশ। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে জামাল ভূঁইয়ার দল।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উন্নতি ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে গত পাঁচ আসরে ব্যর্থ দলটি এবার সবার সঙ্গে লড়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। কুয়েতের সঙ্গে শেষ মুহূর্তের গোলে হেরে সেমি থেকে বিদায় নিলেও র্যাঙ্কিংয়ে এগিয়েছে লাল-সবুজ দল।

সাফে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফিফার কাছ থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিং অনুযায়ী, ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি হয়েছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের। ১৯২তম স্থান থেকে তারা এখন ১৮৯তম স্থানে জায়গা করে নিয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিং প্রকাশ করে ফিফা। এতে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল। শীর্ষে দশে থাকা বাকি দলগুলো যথাক্রমে ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।

আরো পড়ুন:মেসি-এমবাপ্পে জুটি কেন চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ, ব্যাখ্যা নেইমারের

আঞ্চলিক শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে এবার মন মাতানো ফুটবল খেলেছে জামাল ভূঁইয়ারা। শুরুতে লেবাননের কাছে ২-০ গোলে হারলেও পরে মালদ্বীপকে ৩-১ গোলে বিধ্বস্ত করে টিকে থাকে টুর্নামেন্টে। তারপর ভুটানকে একই স্কোরলাইনে উড়িয়ে বি গ্রুপের রানার্সআপ হয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। সেখানে কুয়েতের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও কপাল পুড়েছে অতিরিক্ত সময়ে। এই কুয়েতও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ৪ ধাপ। তাদের অবস্থান এখন ১৩৭। উন্নতি হয়েছে সাফজয়ী ভারতেরও। তারা একধাপ এগিয়ে ৯৯তম স্থানে রয়েছে।

এম/


ফুটবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন