শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ

তথ্য ও প্রযুক্তি

সাইবার অপরাধের দুনিয়ায় নতুন ঝুঁকির নাম ‘মেটাভার্স’ : ইন্টারপোল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

‘মেটাভার্স’- নতুন ধরনের সাইবার অপরাধের জন্ম দিতে পারে এবং বিদ্যমান অপরাধকে বৃহত্তর পরিসরে সংঘটিত করার ক্ষমতা রাখে। দাবি করেছে বৈশ্বিক পুলিশ সংস্থা ইন্টারপোল। অনলাইন দুনিয়ায় ‘মেটাভার্স’ নতুন ঝুঁকি তৈরী করতে পারে বলে সতর্ক করেছে তারা। ইন্টারপোলের প্রযুক্তি ও উদ্ভাবন বিভাগের নির্বাহী পরিচালক মদন ওবেরয় রয়টার্সকে বলেছেন, ইন্টারপোলের সদস্য দেশগুলো সম্ভাব্য মেটাভার্স অপরাধের জন্য কীভাবে প্রস্তুতি নেয়া যায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তিনি বলেছেন, কিছু অপরাধ এই মাধ্যমটিতে নতুন হতে পারে, কিছু বিদ্যমান অপরাধ এই মাধ্যম দ্বারা সক্ষম হবে এবং এটি সাইবার অপরাধের দুনিয়াকে এক নতুন স্তরে নিয়ে যাবে। ওবেরয়ের মতে, বাস্তবতা এবং ভার্চুয়াল বাস্তবতা জড়িত থাকলে ফিশিং এবং স্ক্যামগুলি ভিন্নভাবে কাজ করে। শিশুদের নিরাপত্তার বিষয়টিও এখানে উদ্বেগের। ভার্চুয়াল বাস্তবতাও ডিজিটাল জগতের  অপরাধকে সহজতর করতে পারে। অর্থাৎ যদি সন্ত্রাসী গোষ্ঠী কোনও  স্থান আক্রমণ করতে চায় তবে তারা আক্রমণ করার আগে পরিকল্পনা  এবং তাদের অনুশীলন শুরু করতে সেই  স্থানটি  আগে থেকেই ব্যবহার করতে পারে বলে জানাচ্ছেন মদন ওবেরয়।

এই মাসের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল একটি প্রতিবেদনে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলি ভবিষ্যতে  প্রচার, নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল জগৎ ব্যবহার করতে পারে। ব্যবহারকারীরা  ‘চরমপন্থী নীতি’  দিয়ে আলাদা একটি ভার্চুয়াল বিশ্বও তৈরি করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইউরোপোল বলেছে, যদি মেটাভার্স এনভায়রনমেন্ট ব্লকচেইনে ব্যবহারকারীদের কথোপকথন রেকর্ড করে, তাহলে দেখা যাবে এটি স্টকার বা চাঁদাবাজদের জন্য মূল্যবান তথ্য প্রদান করে। 

আরো পড়ুন: জুকারবার্গ কী ফোন ব্যবহার করেন, আইফোন না অ্যান্ড্রয়েড?

মেটাভার্স ২০২১ সালে প্রযুক্তির দুনিয়ায় বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। কোম্পানি এবং বিনিয়োগকারীরা বাজি ধরে যে ভার্চুয়াল বিশ্বে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং ইন্টারনেটের বিকাশের একটি নতুন স্তর চিহ্নিত করবে।

এর মধ্যেই ফেসবুক ঘোষণা করে যে এই ধারণা পরিবর্তনের জন্য ২০২১ সালের অক্টোবরে ‘মেটাভার্স’ নাম পরিবর্তন করে তারা ‘মেটা’ রেখেছে। কিন্তু এখনও পর্যন্ত এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়িত হওয়ার সামান্য লক্ষণ দেখা গেছে। বিনিয়োগকারীরা মেটাভার্স বাজিতে ব্যয় করার বিষয়ে সংশয় প্রকাশ করার কারণে বৃহস্পতিবার মেটার স্টক মূল্য হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, ভার্চুয়াল জমি এবং অন্যান্য ডিজিটাল সম্পত্তির প্রতিনিধিত্বকারী ব্লকচেইন-ভিত্তিক সম্পদের বিক্রিও গত বছরের  প্রবল  বৃদ্ধির পর তীব্রভাবে কমেছে।

তথ্যসূত্র : রয়টার্স

এম এইচ ডি/ আইকেজে 

সাইবার অপরাধ মেটাভার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন