বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

শীতে ভ্রমণের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

 ভ্রমণ পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমাদের জীবনে ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অর্থ আছে। আর বাঙালির বেড়াতে যাওয়ার জন্য কোনো উপলক্ষ লাগে না। হাতে কয়েকদিনের ছুটি পেলেই মন বেড়াতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর শীতের সময় তো সেটা কয়েকগুণ বেড়ে যায়।

শীতকাল বছরের শীতলতম ঋতু। কারও কাছে শীত মানেই ছুটি। কারণ এ সময় স্কুল-কলেজের পরীক্ষা শেষ। তাই বন্ধ পাওয়া যায়। আর সামনেই ইংরেজি নববর্ষ ও বড়দিনের ছুটি। তাই সেই সুযোগটা কাজে লাগিয়ে পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই ঘুরতে যাওয়ার পরিকল্পনায় থাকেন।

যারা এই শীতের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের শীতের ভ্রমণকে সহজ করার জন্য কিছু উপায় রয়েছে।

আরো পড়ুন : প্রিয়জনকে আলিঙ্গন করলেই মিলবে শান্তি, সারবে নানা রোগ!

চলুন জেনে নিই-

১। প্রথমেই ভ্রমণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস গুছিয়ে নিজের কাছে রাখুন।

২। পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে ট্র্যাকিং এর জন্য স্পোর্টস সু, ক্যাপ, গ্লাভস এবং আরামদায়ক পোশাক সঙ্গে নিন ।

৩। অনেকগুলো ব্যাগ না নিয়ে চেষ্টা করুন একটি বড় ব্যাগে সবকিছু একবারে গুছিয়ে নিতে। এতে জিনিসপত্র হারানোর ভয় কম থাকে ।

৪। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য একটি ফার্স্ট এইড বক্স ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।

৫। ভ্রমণের সময় নির্দিষ্ট স্থানে পৌছানো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সঙ্গে রাখুন।

৬। ফোন, ক্যামেরা, চার্জার, লাইট, পাওয়ার ব্যাঙ্ক এগুলো ট্রাভেল ব্যাগে মনে করে গুছিয়ে নিয়ে নিন ।

৭। যেখানে যাবেন সেই জায়গা ও তার আশেপাশের এলাকা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। সম্ভব হলে বন্ধুদের সাহায্য নিন।

৮। বেড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়াও কিছু অতিরিক্ত টাকা সঙ্গে রাখুন।

৯। ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করলে, তাদের কাছ থেকে আগেই জেনে নিন ভ্রমণের বিস্তারিত তথ্য ।

এস/  আই.কে.জে/

ভ্রমণ টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন