বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

শাকিরা মজেছেন নামজাদা এফওয়ান রেসারের প্রেমে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক দশকেরও বেশি সময়ের সম্পর্কে চিড় ধরেছে গত বছর। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ পপ তারকা শাকিরা ও ফুটবল তারকা জেরার্ড পিকে। সৌজন্যে, ফুটবল তারকার পরকীয়া। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে।

সেই পরকীয়ার খবর প্রকাশ্যে চলে আসার পরেই বিপত্তির সূত্রপাত। খবর চাউর হওয়ার পরেই সমাজমাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন জনপ্রিয় যুগল। পিকের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ দিন অবসাদে ভুগেছেন শাকিরা।

প্রাক্তন প্রেমিকের উপর রাগ মেটাতে গানের কথাতে উগরে দিয়েছেন ক্ষোভ। তবে তার পরে নিজের জীবনে এগিয়েও গিয়েছেন শাকিরা। মাঝে হলিউড তারকা টম ক্রুজ়ের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা শুরু হলেও তার পরে সেই জল্পনায় জল ঢেলে এফওয়ান রেসার লুইস হ্যামিলটনের প্রেমে মজেছেন পপ তারকা।

প্রাক্তন প্রেমিকা নতুন পুরুষ খুঁজে পেতেই এ বার উঠেপড়ে লেগেছেন পিকে। খবর, বর্তমান প্রেমিকা ক্লারা চিয়ার সঙ্গে খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছে ফুটবল তারকা।

আরো পড়ুন: অনেক পরিচালক আমাকে হোটেলে ডাকে : অভিনেত্রী জেবা জান্নাত

সম্প্রতি একাধিক নামী দোকানে নাকি বাগ্‌দানের আংটি পছন্দ করতেও দেখা গিয়েছে পিকে ও ক্লারাকে। ফুটবল তারকার ঘনিষ্ঠ সূত্রের খবর, শাকিরার সঙ্গে সম্পর্ক ভাঙার পর ফের সংসার করতে আগ্রহী পিকে। যদিও শাকিরার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকার পরেও বিয়ে করেননি তাঁরা।

২০১১ সাল থেকে পিকের সঙ্গে প্রেম কলম্বিয়ান তারকা শাকিরার। প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকে একসঙ্গেই জীবনযাপন করেছেন যুগল। শাকিরা ও পিকের পরিবারে রয়েছে দুই সন্তানও। ২০২২ সালের মাঝামাঝি নাগাদ খবর পাওয়া যায়, পিকে নাকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। বাড়িতে আচারের খালি শিশি দেখে সন্দেহ জেগেছিল শাকিরার মনে।

তার পরেই নাকি পিকের পিছনে গোয়েন্দা লাগান শাকিরা। তাতেই শাকিরা জানতে পারেন, ক্লারা চিয়া নামক এক মহিলার প্রেমে মজেছেন পিকে। তার পরেই সমাজমাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন শাকিরা। নিজের পরবর্তী গানে ঢেলে দেন সব রাগ, অভিমান ও বেদনা। শাকিরার সেই গান জনপ্রিয় হওয়ার পরে নতুন বান্ধবীর সঙ্গে সমাজমাধ্যমে ছবি পোস্টও করেন স্প্যানিশ ফুটবল তারকা।

এসি/


শাকিরা এফওয়ান রেসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250