বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ

রাজধানীতে আজ বড় জমায়েত করবে আওয়ামী লীগও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ পূর্বাহ্ন, ১লা মে ২০২৩

#

প্রতীকী ছবি

মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীতে বড় ধরনের শোডাউন করবে আওয়ামী লীগ। বিএনপির চলমান আন্দোলনের বিপরীতে ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ব্যানারে এ শোডাউন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীনরা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিকেল ৪টায় হবে জাতীয় শ্রমিক লীগের সমাবেশ ও আলোচনা সভা। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও দল ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি শ্রমিক সংগঠনের ব্যানারে কর্মসূচি দিলেও গত কয়েক মাসের আন্দোলনের মতো এ থেকে সংঘাত-সংঘর্ষ ও নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য শ্রমিক লীগ বিশাল সমাবেশের মাধ্যমে রাজপথ দখলে রাখবে।

বিএনপি ও তার মিত্রদের চলমান কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ গত বছর ডিসেম্বর থেকে সারাদেশে শান্তি সমাবেশ করে আসছে। তবে রমজান আসায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে রাজনৈতিক কর্মসূচির বদলে দুস্থদের মধ্যে ইফতারি এবং ত্রাণসামগ্রী বিতরণ করে। এর পর ঈদুল ফিতর সামনে রেখে প্রধানমন্ত্রীর পক্ষে সারাদেশে ঈদ উপহার দেয় আওয়ামী লীগ ও এর সব সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন। অবশ্য রোজার মাসেও বিএনপির কর্মসূচি এবং তা থেকে দু-একটি জায়গায় সহিংসতার ঘটনা ঘটায় ‘সতর্ক বার্তা’ হিসেবে এক দফা শান্তি সমাবেশ করেছিল আওয়ামী লীগ।

এদিকে, আজকের সমাবেশে ঢাকা মহানগরীর সব থানা, ওয়ার্ড ও ইউনিট থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিতে আওয়ামী লীগের নীতিনির্ধারকরা নির্দেশনা দিয়েছেন। সমাবেশকে বিশাল জনসমাগমে পরিণত করা হবে। এ জন্য ঢাকা মহানগরীর সরকারি দলের সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এ নিয়ে গত কয়েক দিনে জাতীয় শ্রমিক লীগের পাশাপাশি আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা এবং ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা ছাড়াও কর্মিসভা করা হয়েছে।

আরো পড়ুন: আর্থ-সামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিএনপিকে কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। সন্ত্রাস ও নৈরাজ্য হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু বলেন, ‘মহান মে দিবসে রাজধানীতে বড় ধরনের সমাবেশ করা হবে। এটি জাতীয়তাবাদী শ্রমিক দলের পাল্টা কোনো কর্মসূচি নয়। তবে বিএনপির নেতাকর্মীরা যাতে কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টির সুযোগ না পান, সে জন্য আমরা রাজপথে থাকব।’

এম/ আই.কে.জে/


 

রাজধানী আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন