বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

বাংলাদেশের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের: হাথুরু

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সিলেটে দেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাসগড়া জয়ের পর ঢাকায় আগামীকাল শুরু হওয়া মিরপুর টেস্ট জিতে সিরিজ নিশ্চিতের লক্ষ্য বাংলাদেশের। দ্বিতীয় ও শেষ টেস্টের আগের দিন আজ মঙ্গলবার (৫ই ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

সেখানে নানা বিষয়ে কথা বলেন তিনি। দলের পরিকল্পনা নিয়ে কথা বলার সময় প্রসঙ্গত উঠে আসে নাসুম আহমেদ প্রসঙ্গ। সে সময় দেশের সংবাদমাধ্যমে হওয়া নাসুম ও তার দ্বন্দ্বের রিপোর্টের জেড়ে দেশের সংবাদ মাধ্যমগুলোকে নিম্নমানের বলেন বাংলাদেশের শ্রীলঙ্কান এই কোচ।

বিশ্বকাপ চলাকালীন স্পিনার নাসুম আহমেদকে ‘শারিরীক হেনস্থার’ অভিযোগ উঠেছে হাথুরুসিংহের বিরুদ্ধে। সোমবার (৪ঠা ডিসেম্বর) নাসুমকে ডেকেছিল বিসিবির তদন্ত কমিটি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন তিনি। এরপর বিসিএল খেলতে গেছেন এই বাঁহাতি স্পিনার। 

এদিকে সংবাদ সম্মেলনে ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই জ্বলে ওঠেন হাথুরু। তিনি বলেন, যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে এরকম কিছু করার মতো মানুষ আমি কিছুতেই নই।

বাংলাদেশের মিডিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন হাথুরু। তিনি বলেন, আপনাদের (বাংলাদেশের) মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।

আরো পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

এরপর একজন সরাসরি প্রশ্ন করেন নাসুমকে চড় মারা নিয়ে, জবাবে হাথুরু জবাব দেন, তুমি কী পাগল হয়েছো? এই বলে।  

সেদিন আসলে কী ঘটেছিল, এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, কী ঘটেছে আমি জানিই না! যারা সেদিন সেখানে উপস্থিত ছিল, তাদের জিজ্ঞাসা করুন। বুলশিট।

এসকে/ 

চন্ডিকা হাথুরুসিংহে নাসুম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250