প্রিয় ঘাড় ত্যাড়া,
আসসালামু আলাইকুম। সবসময় আপনার মঙ্গল কামনা করি। তাই আমার বিশ্বাস আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমিও বেশ আছি। জানেন, আপনার কথা আমার একটুও মনে পড়ে না।
যখনই ফেসবুকে যাই তখন আপনার প্রোফাইলটা থেকে সবার আগে ঘুরে আসি। জানি, নতুন কিছু নেই তবুও আপনার আইডির সব পোস্টগুলো দেখতে ভালো লাগে। যখন টিকটকে ঢুকি তখনও আপনার আইডি ঘুরে দেখি। হোয়াটসঅ্যাপের পুরোনো এসএমএসগুলো পড়তে পড়তে ঘুমিয়ে যাই। আর ভাবি একসময় আমরা অনেক কথা বলতাম। সময়ের টানাপোড়েনে কিছু ভুল বুঝাবুঝিতে আপনি আমায় ভুলে গেছেন। তবে আমি ভুলতে পারিনি।
আমাদের মধ্যে কোনো ফরমালিটি ছিল না। যতটুকু ছিলো তা অনেক বেশি কিছু ছিলো। প্লিজ ভুল বুঝাবুঝি মিটিয়ে নিন। নাহলে এসব ভাবতে ভাবতে আমি ঝরে যাবো। ভালোবাসা নিবেন।
----ইতি
কেউ একজন
আরও পড়ুন : তুমি কি হিমুর রূপা হবে? জোছনার আলোয় তোমায় গল্প শোনাবো