শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এ মাসেই ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে: সালাহউদ্দিন *** পশ্চিম তীর দখলে ইসরায়েলি পদক্ষেপের কঠোর নিন্দা জানাল বাংলাদেশ *** বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির *** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু

প্রাইভেটকার থেকে ৪০ কেজি ইলিশ জব্দ, মাদরাসায় বিতরণ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে মা ইলিশ পরিবহনের দায়ে পান্না সরদার (৩৫) নামে এক প্রাইভেটকারচালককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া ৪০ কেজি ইলিশ মাছ তিনটি মাদরাসায় বিতরণ করা হয়।

শনিবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।

দণ্ডপ্রাপ্ত পান্না সরদার মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি শরীয়তপুরের ডামুড্যা থেকে মাছ নিয়ে মাদারীপুরে যাচ্ছিলেন।

আরো পড়ুন :বউ’ মেলা, যেখানে মেলে জীবন সঙ্গী

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার ভোর থেকে মনোহর মোড় এলাকার চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করেছিলেন পুলিশ। এ সময় ডামুড্যা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি করা হলে অন্তত ৪০ কেজি মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে গাড়িচালক পান্না সরদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দ হওয়া ৪০ কেজি মাছ আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, আঙ্গারিয়া ওসমানিয়া হাফিজিয়া মাদরাসা ও মার্কাসজুল মাদরাসায় বিতরণ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, ইলিশ মাছ পরিবহনের দায়ে পান্না সরদার নামের এক গাড়িচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো তিনটি মাদরাসায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এস/ওআ

৪০ কেজি ইলিশ মাদরাসায় বিতরণ প্রাইভেটকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250