ছবি: সংগৃহীত
কম্বোডিয়ার পুলিশ রাজধানী ফনম পেনের উপকণ্ঠে অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৭ জন দক্ষিণ কোরিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে। বুধবারের (২২শে অক্টোবর) অভিযানে পুলিশ মোট ৮৬ জনকে আটক করে, যাদের মধ্যে ২৯ জন চীনা নাগরিকও রয়েছেন।
কম্বোডিয়ার অনলাইন প্রতারণা দমন কমিশন পরদিন গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে একটি ভবন থেকে ১২৬টি ল্যাপটপ ও ৩০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। খর এএফপির।
গত শুক্রবার কম্বোডিয়া প্রায় ৫০ জন দক্ষিণ কোরিয়ানকে অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।
দেশে পৌঁছানোর পর তাদের পুলিশ হেফাজতে নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। তারা স্বেচ্ছায় এই চক্রে যুক্ত হয়েছিলেন, নাকি জোরপূর্বক কাজ করানো হয়েছিল তা নিয়ে তদন্ত করছে দেশটি।
এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটেছে, যখন কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা কেন্দ্রে কাজ করতে বাধ্য হওয়া এক দক্ষিণ কোরিয়ান ছাত্রের মৃত্যুর খবর দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে। ওই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সরকার জরুরি ভিত্তিতে প্রতিনিধি দল পাঠিয়ে কম্বোডিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ার জাতীয় পুলিশ সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত আদালত ৬৪ জন ফেরত আসা নাগরিকের মধ্যে ৪৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বাকি ১০ জনের বিষয়ে আদালতের শুনানি চলছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন