শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

পাকিস্তানে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হিন্দু বৃদ্ধকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১৪ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাংঘর জেলার শাহজাদপুরে ৫০ বছর বয়সী হিন্দু সম্প্রদায়ের আমলখ ভেলকে একদল মুসলিম যুবক শিরশ্ছেদ করে হত্যা করেছে। জানা যায়, তার মেয়ে রেশমা ভেলকে উত্যক্ত করার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়।

পাক হিন্দু সংগঠন পাকিস্তান দারাওয়ার ইত্তেহাদ (পিডিআই), হিন্দু মেয়েদের অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরিতকরণের বিরুদ্ধে প্রতিবাদ করে। এদের কাজ মূলত সিন্ধু ও পাঞ্জাবের প্রদেশে বিস্তৃত। আমলখ ভেল এ সংগঠনের সাহায্যে তার মেয়েকে উত্যক্তকারী মুসলিম যুবকদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছিলেন।

গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটে যখন আমলখ উত্যক্তকারী যুবকদেরকে হুমকি দিচ্ছিলেন।

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, নিহতের মেয়ে যুবকদেরকে শনাক্ত করতে সক্ষম না হওয়ায় তারা এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

চলতি বছরের মার্চ মাসে, পাকিস্তানি হিন্দু ডাক্তার, করাচি মেট্রোপলিটন কর্পোরেশনের প্রাক্তন স্বাস্থ্য পরিচালক এবং চক্ষু বিশেষজ্ঞ, ডাঃ বীরবল ক্লিনিক থেকে বাসায় ফেরার সময় নৃশংসভাবে খুন হন। পুলিশ জানায়, ডাঃ বীরবল এবং তার সহকারী মহিলা ডাক্তার রামস্বামী থেকে গুলশান-ই-ইকবাল যাচ্ছিলেন। তখন অজ্ঞাত পরিচয়ধারী সন্ত্রাসীরা তার গাড়িকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই ডাঃ বীরবল মারা যান এবং তার সহকারী মহিলা ডাক্তার আহত হন।

পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে হাসপাতালে নিয়ে যান। পুলিশ এখন পর্যন্ত এ ঘটনার সঠিক কারণ জানতে পারেনি।

পুলিশ কর্মকর্তারা এ ঘটনার তদন্ত শুরু করেছেন এবং তারা আহত মহিলা ডাক্তারের বক্তব্যও রেকর্ড করেন। এদিকে সিন্ধুর গভর্নর কামরান খান তেসোরি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে করাচি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে ঘটনাটির প্রতিবেদন চান।

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন