শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সুনয়নার কেনিয়া সফর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

২০-২৩ জুন সমুদ্রভিত্তিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য কেনিয়ার মোম্বাসায় গিয়েছে আইএনএস সুনয়না। 

আইএনএস সুনয়না হলো ভারতের নৌবাহিনীর এক ধরনের টহল জাহাজ। কেনিয়া পৌঁছানোর পর ভারতীয় হাইকমিশনারের প্রতিনিধিরা জাহাজটিকে স্বাগত জানান। কেনিয়ার কমান্ডিং অফিসার, কেনিয়া নৌবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার ওয়াইএস আবদি সমগ্র বিশ্বকে একত্রিত করতে এই পদক্ষেপের তাৎপর্য তুলে ধরেন।

২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে, ভারতীয় নৌবাহিনী এবং কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর অংশগ্রহণে একটি যোগব্যায়াম ক্লাস পরিচালিত হয়।

দুই নৌবাহিনীর মধ্যে একটি মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজও অনুষ্ঠিত হয়। এ অনুশীলনে উভয় নৌবাহিনী অগ্নিনির্বাপণ ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ, বোর্ডিং অনুশীলন এবং বিভিন্ন ড্রিল এক্সারসাইজ প্রদর্শিত করেন। 

ভারতীয় নৌবাহিনীর উপ-প্রধান, ভাইস এডমিরাল সঞ্জয় মাহিন্দ্রু, কেনিয়ার প্রতিরক্ষা বাহিনির প্রধান (সিডিএফ), জেনারেল ফ্রান্সিস ওগোল্লার সম্মানে সুনয়নায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইরোবির ভারতীয় হাইকমিশনার, নামগ্যা খাম্পা। 

সিডিএফ তার ভাষণে কেনিয়ার নৌকর্মীদের প্রশিক্ষণের ব্যাপারে ভারতীয় নৌকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুইদেশের মধ্যে সহযোগিতার ব্যাপারে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

কেনিয়া নৌবাহিনীর কমান্ডার মেজর জেনারেল জিমসন মুথাইকে ডিসিএনএস ২০০টি লাইফ জ্যাকেট উপহার দেয়। ভারতীয় নৌবাহিনীর সামাজিক প্রচার কার্যক্রমের আলোকে মোম্বাসার একটি এতিমখানায় সাহায্য প্রদান করা হয়।

২৩ জুন, আইএনএস সুনয়না মোম্বাসা থেকে প্রস্থান করে। মোম্বাসা সফর ভারত ও কেনিয়ার মধ্যে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী সম্পর্ককে পুনর্নিশ্চিত করে এবং সামুদ্রিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সুসংহত করে।

আই. কে. জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন