বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা *** আরব সাগরে প্রায় ১০০ কোটি ডলারের মাদক উদ্ধার পাকিস্তান নৌবাহিনীর

দেশের ভেতর কোথায় ঘুরতে যাবেন এবারের শীতে?

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫১ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীতকাল এলে স্বভাবতই একটু আলসেমি ভর করে। অনেকেই এই অলস সময় কাটান চায়ের কাপ হাতে বা বারান্দায় বসে শীত উপভোগ করে। আবার অনেকেই চান প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য দূরে কোথাও ঘুরতে যেতে। নভেম্বর থেকে জানুয়ারি—পুরো সময়টাই ঘুরতে যাওয়ার জন্য সেরা সময়। আর এ সময় ছুটির আশায় অনেকেই সারা বছর অপেক্ষা করেন। বছরের শেষে এই শীতের সময়টায় পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার খুবই ভালো সুযোগ। আবার ছুটি ম্যানেজ হলে কোথায় ঘুরতে যাব, তা ঠিক করাটা হয়ে ওঠে অন্য রকম বিড়ম্বনার। এই বিড়ম্বনায় যেন না পড়তে হয়, সে জন্য জেনে নিন দেশের ভেতর কোথায় ঘুরতে যাবেন এই শীত মৌসুমে।

কক্সবাজার

শীতকালে সাধারণত কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার ঝোঁক বেশি দেখা যায়। সারা বছরই কক্সবাজারে পর্যটকদের আনাগোনা থাকলেও শীতকালে কক্সবাজার ভ্রমণ হয় সবচেয়ে আরামের। গ্রীষ্মকালের কাঠফাটা রোদে সমুদ্রপাড়ে বসে থাকা যতটা অসহ্যকর, শীতকালের সমুদ্রপাড়ে বসে মৃদু রোদ উপভোগ করাটা ততটাই স্বস্তির।

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য স্থল ও আকাশপথ—দুটিই ব্যবহার করা যায়। অনেকেই এখন সময় বাঁচানোর জন্য এবং স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে আকাশপথ বেছে নেন।

সেন্ট মার্টিন

শীতকালে ঘুরতে যাওয়ার তালিকায় কক্সবাজারের পরই চলে আসে সেন্ট মার্টিন দ্বীপের নাম। সেন্ট মার্টিনে যাওয়ার সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে জাহাজে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার সময়টা। অপূর্ব সুন্দর দ্বীপের দিকে ছুটে যাওয়ার পথে অপার সমুদ্র আর কিছুক্ষণ পরপর দেখা যাওয়া সারি সারি সাদা গাঙচিল প্রাণভরে উপভোগ করেন দর্শনার্থীরা। এই দৃশ্যের সৌন্দর্য নিজ চোখে না দেখলে লিখে বোঝানো সম্ভব নয়। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য এখন বেশ কিছু জাহাজ সচল রয়েছে।

আরো পড়ুন : কুষ্টিয়ার এই স্থানগুলো ঘুরে দেখেছেন কি

সুন্দরবন

দেশের ভেতর ঘুরতে যাওয়ার জন্য আরেকটি রোমাঞ্চকর জায়গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বেঙ্গল টাইগারের বিচরণ ও সুন্দরবনের বিখ্যাত বনজ প্রাচুর্য ছাড়াও অনেক লুকায়িত আকর্ষণ রয়েছে, যা বনের যত গভীরে যাওয়া হয়, ততই উপলব্ধি করা যায়। এ জন্যই দর্শনার্থীরা, বিশেষ করে শীতকালকে বেছে নেন সুন্দরবন ঘুরে দেখার জন্য। সুন্দরবন যাওয়ার জন্যও ঢাকা থেকে খুলনা পথে জাহাজের ব্যবস্থা আছে।

 বান্দরবান

বৃষ্টির সময় পাহাড়ের সবুজ প্রকৃতি দেখার সেরা সময় হলেও শীতের সময় কিন্তু অন্য রকম একটা আমেজ থাকে। এই সময় বান্দরবানের উঁচু পাহাড় থেকে সারি সারি মেঘের বসতি দেখা যায়। পাহাড়ে দাঁড়িয়ে মেঘকে ছুঁয়ে দেখতে পারবেন—এই অনুভূতি একমাত্র ওই জায়গায় গিয়েই অনুভব করা সম্ভব। 

যদি আপনি পাহাড়ি দুর্গম পথ অতিক্রম করতে চান, তাহলে চাইলে খুঁজে বের করতে পারেন চোখধাঁধানো কিছু অবাক করা দৃশ্য। সাকা হাফং ও কেওক্রাডংয়ের মতো উচ্চতম পয়েন্টগুলো এমনই কিছু পাহাড়ের চূড়া। আর যদি একটু আরামে ছুটিটা কাটাতে চান, তাহলে বেছে নিতে পারেন বান্দরবানে থাকা কোনো রিসোর্ট।

এস/  আই.কে.জে


শীত ঘুরাঘুরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250