শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

তৌকীর আহমেদের নির্দেশনায় মঞ্চে আসছে নাট্যকেন্দ্র'র নতুন নাটক ‘তীর্থযাত্রী’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

মঞ্চে আসছে ঢাকার থিয়েটার অঙ্গনের সুপরিচিত দল ‘নাট্যকেন্দ্র’ এর ১৬তম প্রযোজনা ‘তীর্থযাত্রী’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আগামী ২ ও ৩ আগস্ট ২০২৩ সন্ধ্যা ৭টায় এবং ৪ আগস্ট বিকাল ৪.৩০ মি. ও সন্ধ্যা ৭.৩০ মিনিটে নাটকটির মোট ৪টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও নির্দেশক তৌকীর আহমেদের এটি ঢাকার মঞ্চের ৩য় প্রযোজনা। 

তৌকীর আহমেদ নির্দেশিত তীর্থযাত্রী নাটকটির মূল রচনা হুমায়ূন কবীর। নাট্যরূপ করেছেন হুমায়ূন কবীর ও  তৌকীর আহমেদ। গত ৭ জুন প্রযোজনাটির মহড়া শুরু হয়। গাজীপুরে ৯ দিনের ক্যাম্প করে প্রযোজনাটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে প্রযোজনাটির সেট, কস্টিউম, প্রপস ও অন্যান্য কারিগরী কাজের প্রস্তুতি চলছে। 

তৌকীর আহমেদ এর আগে নাট্যকেন্দ্র এর ২টি প্রযোজনা গিরিশ কারনার্ড এর ‘হয়বদন’ ও নিজের রচনায় ‘প্রতিসরণ’ নাটকের নির্দেশনা দিয়েছেন। যা এখনও নাট্যপ্রেমিদের মনে দাগ কেটে আছে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এ ‘ইচ্ছামৃত্যু’ ও ‘তীর্থযাত্রী’ নাটকের নির্দেশনা দিয়েছেন।


তীর্থযাত্রী নাটকটির গল্পে উঠে এসেছে যুদ্ধ শেষে ক্লান্ত অবসন্ন তিন সৈনিক বসে থাকেন বিরান প্রান্তরে। তাদের কোনো যাবার জায়গা নেই, যুদ্ধে সব হারিয়েছেন তারা।

এই ভিন্ন তিনজন মানুষ অবতীর্ণ হন এক যাত্রায়, তাদের লক্ষ্য জীবনের মানে খুঁজে পাওয়া।

 মাঠ প্রান্তর পাহাড় নদী পেরিয়ে তারা হেঁটে চলেন, নতুন মানুষ নতুন স্হান নতুন রীতি তাদের অভিজ্ঞতা ও উপলব্ধির স্তরে উন্নীত করে। তাদের তর্কও এগিয়ে  চলে জীবন-মৃত্যু, জয়-পরাজয়, ভালো-মন্দ, জ্ঞান-জ্ঞানের গর্ব, স্বাধীনতা বা অধিকার, শান্তি-সংঘাত সব কিছুই উঠে আসে তাদের তর্কে।

কিন্তু শেষ হয় না তাদের পথচলা। তাদের এই পথচলা যেন আমাদেরই জীবন জিজ্ঞাসা -আমরা সবাই যেন সেই তীর্থযাত্রী।

নাট্যকেন্দ্র এর ১৬তম প্রযোজনা ‘‘তীর্থযাত্রী’’ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, অনেক দিন পর ঢাকার মঞ্চে নির্দেশনা, যেমন রোমাঞ্চকর তেমনি ভয়ঙ্কর কষ্টসাধ্য একটি কাজ। থিয়েটার মানেই চ্যালেঞ্জ, অনিশ্চয়তা আর ভীতিকে ছাপিয়ে নতুন কিছু করা।

গত মার্চ ১৮, নিউইয়র্কের কুইন্স থিয়েটারে তীর্থযাত্রী মঞ্চায়িত হয় বাংলা সংস্কৃতি কেন্দ্র ও নক্ষত্র এর উদ্যোগে। আগস্টের ২৬ ম্যাডিসন থিয়েটারে এবং সেপ্টেম্বর ৮ দক্ষিণ এশীয় থিয়েটার উৎসবে তীর্থযাত্রী পুনরায় মঞ্চায়িত হবে। 

একই নাটকের পুননির্মাণ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, একটি নাটকের পুনর্নিমাণ আমি প্রতিসরণে করেছি, তবে এবারের অভিজ্ঞতা ভিন্ন, প্রবাস জীবনের ফাঁকে স্বল্পসময়ে প্রতিদিন মহড়া আর ৯ দিনের থিয়েটার ক্যাম্পে দিনরাত পরিশ্রমের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তীর্থযাত্রী, একদল পরিশ্রমী কর্মীর শ্রম ও ঘামের কাজ। নাটকের পুনর্নিমাণ মানে আগের প্রযোজনাটিকে ছাড়িয়ে যাবার চেষ্টা, আগের ভুলগুলি নতুন করে আবিষ্কার করা, সংশোধন ও যোজন-বিয়োজনের মধ্যে দিয়ে নতুন এক নির্মাণ, নতুন এক উপলব্ধিতে উত্তীর্ণের চেষ্টা। দর্শক আপনাদের সেই অভিজ্ঞতার সঙ্গী হবার আমন্ত্রণ।

আইকেজে /

তৌকীর আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250