মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গাচড়ায় হিন্দুদের বসতঘরে হামলার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার দাবি *** থাই রাজার সন্ন্যাসী পুত্রের আবেগঘন বার্তা কীসের ইঙ্গিত *** ব্রাজিলকে শিরোপা জেতানো কোচকে নিয়োগ দিল বসুন্ধরা *** বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা *** প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ *** বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ঐকমত্য কমিশনের বৈঠকের মাঝে ফায়ার অ্যালার্ম, তদন্তে ৫ সদস্যর কমিটি *** ৩রা আগস্ট খুলছে মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস *** মাঝ আকাশ থেকে ফেরত এলো বিমানের ঢাকা-দাম্মাম ফ্লাইট

ডিম-আলু-পেঁয়াজের বেঁধে দেওয়া দামে লক্ষ্য পূরণ হয়নি: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বেঁধে দেওয়া তিন পণ্যের (ডিম, আলু, পেঁয়াজ) দামে লক্ষ্য পূরণ হয়নি। তিনি বলেন, চেষ্টা করা হচ্ছে। দাম আর বাড়েনি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চেষ্টা করছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রংপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

দেশে পণ্য আমদানির ব্যয় নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি করলে তো ব্যয় বাড়বে। এতে সমস্যা তো কিছু নেই। এর বিপরীতে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা গতমাসে রেমিট্যান্স কম এসেছে। এখানে একটু সমস্যা হয়েছে।

বাংলাদেশি পাটজাত পণ্য রপ্তানিতে ভারতের শুল্ক আরোপ প্রসঙ্গে তিনি বলেন, ভারত যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে তার পেছনে যে যুক্তি দেখিয়েছে তা হলো, আমরা ভর্তুকি দিয়ে পাটপণ্য রপ্তানি করে তাদের বাজার নষ্ট করছি। ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ প্রত্যাহারে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি। চেষ্টা অব্যাহত রয়েছে।

পেঁয়াজ, আলু ও ডিম—এ তিন পণ্যের দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ১৪ সেপ্টেম্বর সরকারের পেঁয়াজ, আলু ও ডিমের দাম নির্ধারণ করে দেওয়ার বিষয়টি বাণিজ্যমন্ত্রী।

এসকে/ 


ডিম বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলু পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন