বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব

টানা দাবদাহের পর স্বস্তির বৃষ্টি সিলেটে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৪ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩

#

 সিলেটসহ সারা দেশে সম্প্রতি কয় দিন ধরে দাবদাহ বয়ে যাচ্ছিল। তবে অবশেষে সিলেটে বৈশাখের প্রথম বৃষ্টির দেখা মিলেছে। গতকাল সোমবার রাতে সিলেট শহর ও এর আশপাশের এলাকাসহ কোম্পানীগঞ্জ ও গোলাপগঞ্জে বৃষ্টি হয়েছে। টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি এসেছে জনজীবনে।

তবে সিলেট শহর এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ৯টার দিক থেকে সিলেট নগরের বিভিন্ন এলাকার আকাশে বিজলি চমকাতে দেখা যায়। এ সময় শীতল বাতাসের সঙ্গে কিছু কিছু এলাকায় ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে। তবে সিলেট আবহাওয়া কার্যালয় বলছে, গতকাল রাতে সিলেটে ‘ট্রেস অ্যামাউন্ট’ বৃষ্টি হয়েছে। যেটা পুরোপুরি পরিমাপের মতো ছিল না। নগরের শাহী ঈদগাহ ও বিমানবন্দর এলাকায় আবহাওয়া অধিদপ্তরের বসানো বৃষ্টি পরিমাপক যন্ত্রের হিসেবে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে সিলেটের কোম্পানীগঞ্জে রাত ১০টার দিকে হালকা ঝড়সহ বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাত সাড়ে ১২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির দেখা মিলেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। কোম্পানীগঞ্জ উপজেলার সাংবাদিক কবির আহমদ বলেন, কোম্পানীগঞ্জে রাত ১০টার দিকে বৃষ্টি হয়েছে। কয়েক দিনের প্রচণ্ড গরমের পর বৃষ্টির দেখা মেলায় মানুষ স্বস্তি পেয়েছেন।

তবে আবহাওয়া কার্যালয় কোম্পানীগঞ্জ ও গোলাপগঞ্জের বৃষ্টির ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেট আবহাওয়া কার্যালয় থেকে ‘ট্রেস অ্যামাউন্ট’ বৃষ্টি হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে সিলেট নগরের বাইরে অন্য কোনো উপজেলার বৃষ্টির তথ্য নেই। কারণ, সেখানে বৃষ্টি পরিমাপের মতো কোনো যন্ত্র নেই।

এদিকে গত দুই মাসের মধ্যে গতকাল সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল আবহাওয়া অধিদপ্তর।

এম/

আরো পড়ুন:

পবিত্র লাইলাতুল কদর আজ

বৃষ্টি সিলেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250