বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একাত্তরের গণহত্যাও কি ধর্মের লেবাস চড়িয়েই চালানো হয়নি?’ *** নির্বাচন সামনে রেখে সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষার অঙ্গীকার চায় সিপিজে *** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’

সম্মতি ছাড়া তথ্য ব্যবহার

গুগলের বিরুদ্ধে মামলা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাঁদের ব্যক্তিগত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যের মানোন্নয়নে ব্যবহার করায় গুগল, মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটসহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ডিপমাইন্ডের বিরুদ্ধে মামলা করেছে ক্লার্কসন ল ফার্ম। এর আগে একই অভিযোগ এনে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের বিরুদ্ধেও মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আইনি সংস্থাটি।

গুগলের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ইন্টারনেটে থাকা কোটি কোটি মানুষের তথ্য তাঁদের সম্মতি ছাড়াই ব্যবহার করছে গুগল। এর মাধ্যমে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট বার্ডসহ বিভিন্ন এআই টুলকে প্রশিক্ষণ দিচ্ছে তারা। এতে মেধাস্বত্ব আইনের লঙ্ঘন হয়েছে। এ বিষয়ে আইনি সংস্থাটির একজন আইনজীবী বলেছেন, ‘ব্যক্তিগত তথ্য ও উপাত্ত আমাদের সম্পদ। এগুলো মূল্যবান। আর তাই এসব তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার অধিকার কারও নেই। অনলাইনে উন্মুক্ত তথ্য মানে এটি বিনা মূল্যে যেকোনো কাজে ব্যবহার করা যাবে, তা নয়। বিষয়টি গুগলের অনুধাবন করা প্রয়োজন।’

সম্প্রতি নিজেদের গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করেছে গুগল। নতুন এ নীতিমালার আওতায় ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের তথ্য বার্ড চ্যাটবটসহ গুগলের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মানোন্নয়নে ব্যবহার করা হবে। নতুন এ নীতিমালা অনুযায়ী, সবার জন্য উন্মুক্ত অনলাইন তথ্যগুলো ব্যবহার করে গুগল ট্রান্সলেট, বার্ড ও ক্লাউডের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। আর তাই মামলায় গুগলের বার্ডের বাণিজ্যিক প্রসারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। এমনকি ভুক্তভোগী ব্যবহারকারীদের তথ্যের অপব্যবহার করায় তাঁদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে।

আরো পড়ুন: কম্পিউটারের সক্ষমতা ১০ গুণ বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা

উল্লেখ্য, অনলাইনে তথ্য খোঁজার পাশাপাশি গুগলের যেকোনো প্রযুক্তি ব্যবহার করলেই ব্যবহারকারীদের ব্রাউজারের সেটিংস, অপারেটিং সিস্টেম, মোবাইল নেটওয়ার্ক, ফোন নম্বর এবং অ্যাপের বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে গুগল। এসব তথ্য কাজে লাগিয়েই নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধার মানোন্নয়ন করছে গুগল।

সূত্র: গ্যাজেটস নাউ

এম এইচ ডি/

বিজ্ঞান ও প্রযুক্তি গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা অনলাইন মোবাইল নেটওয়ার্ক তথ্য চ্যাটবট গুগল ট্রান্সলেট গুগল বার্ড গুগল ক্লাউড চ্যাটজিপিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250