বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর

কথায় মিল নেই শাকিব-অপুর, দুজন দুরকম তথ্য দিলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এই তো কয়েকদিন আগে শাকিব খান ও তার ছেলে আব্রাহাম খান জয়ের একটি ছবি নেটপাড়ায় প্রশংসার জোয়ারে ভেসে যায়। ফেসবুকে চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যেতে সময় লাগেনি সেটি।

শাকিব খান এলোমেলো চুল নিয়ে বসে আছেন নায়াগ্রার পথে। পাশেই ওয়েটিং বেঞ্চে লম্বা হয়ে শুয়ে আছে ছেলে জয়। দুজনেই এমনভাবে ছিলেন, যেন ঘুমাচ্ছেন! স্থিরচিত্রটি শাকিব নিজেই প্রকাশ করেছিলেন ইনস্টাগ্রামে।

তখন দেশের একটি গণমাধ্যমকে শাকিব বলেছিলেন, ‘নায়াগ্রায় ঘোরাঘুরি শেষে গাড়িতে ওঠার আগে জয় বায়না ধরে, বেঞ্চে বসবে। রেস্ট নেবে। যেই কথা সেই কাজ। ওর মতো করে রেস্ট নিচ্ছিল। বেঞ্চে বসে দুষ্টুমিও করছিল। কখনও চিত–কাত শুয়ে পড়ে, আবার কখনও লাফিয়ে উঠে বসে।

এমন সব অ্যাকটিভিটি করছিল, মনে হলো মুহূর্তগুলো ধরে রাখি। এরপর আমাদের সঙ্গে থাকা সাইফুলকে বললাম, আমিও পাশে গিয়ে বসি, এরপর তুমি আমাদের কয়েকটা ছবি তুলে দাও। এভাবে তো আসলে মনখুলে কোথাও ঘোরা যায় না। ভাবলাম, ভিন্ন রকম কিছু একটা করি।

জয় যখন ঘুমাচ্ছিল, তখন আমি পাশে বসি, ঘুমের ভান ধরি। এই ছবিগুলো তখনকার মুহূর্তেরই। বাবা–ছেলের নির্মল আনন্দের কিছু চিত্রও বলা যেতে পারে।’

আরো পড়ুন: বদলে যাওয়া আবেদনময়ী পিয়া বিপাশা!

তবে অপু বিশ্বাস জানালেন ভিন্ন কথা। তার দাবি, তিনি নিজেই ছবিটি তুলেছেন। অভিনেত্রীর কথায়, ‘জয় আসলে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে। নাগেট খেতে খেতে তার মনে হলো, সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। ঘুমাবে। তো বেঞ্চে শুয়েছে।

শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল, বাবা তোমাকে এখানেই (নিচে) বসতে হবে। বেসিকলি বেঞ্চে তো জায়গাটা নাই। বাবাকে উপরেই বসাত। জয় তো বেশ লম্বা-টম্বা হয়ে গেছে। শুয়ে বেঞ্চটাকে ফিলআপ করে ফেলেছে। তখন সে ওখানে (নিচে) বসল। তখন আমার মনে হয়েছিল, বাহ! দারুণ তো একটা ছবি। একটা ক্যাপচার করি।’

এদিকে সম্প্রতি জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ঘুরেছেন শাকিব ও অপু। সেখান থেকে ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে হয়ত দূরত্ব ঘুচে গেছে। ফের সংসার শুরু করবেন তারা। যদিও এটা নিয়ে এখনও মুখ খোলেননি এই প্রাক্তন তারকা-দম্পতি।

এসি/ আইকেজে 


শাকিব অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন