বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

এসসিওর আগে চীন ও রাশিয়ার সঙ্গে বৈঠক করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৯ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহের শেষে এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক। তবে তার আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীন ও রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করতে যাচ্ছেন। টাইমস নাউ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কূটনৈতিক মহল মনে করছে, ভারতের সীমান্ত ও ভূ-রাজনীতি ইস্যুতে এই বৈঠকগুলোর যথেষ্ট তাৎপর্য রয়েছে। রাজনাথ ২৭ তারিখ চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর সঙ্গে বৈঠক করবেন। আর পরদিন দিল্লিতে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠক।

চিনের প্রতিরক্ষামন্ত্রী এমন এক সময়ে নয়া দিল্লী আসছেন, যখন কার্যত সীমান্ত রেখা নিয়ে ভারত-চিন বিরোধ উত্তপ্ত হয়ে উঠছে। পূর্ব লাদাখে চীনের অনুপ্রবেশ ও পুলিশের অবস্থানের তিন বছর পেরিয়ে গেছে। একাধিক কূটনৈতিক ও সামরিক বৈঠকের পরও বরফ গলেনি।

ভারতীয় টহল চৌকি দখল করে নিয়েছে চিনের সেনারা। ভারতও সীমান্তে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম কোনো চীনের প্রতিরক্ষামন্ত্রী দিল্লি সফরে আসছেন।

সূত্রের খবর, তাকে লাদাখ সেক্টর থেকে সেনা প্রত্যাহার করতে বলা হবে এবং সীমান্ত স্বাভাবিক না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হবে বলে জানানো হবে। লিকে দেশে ফিরে শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হবে। 

আরো পড়ুন: মোসাদসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হ্যাকড

এছাড়াও, অব্যাহত অস্ত্র সরবরাহের জন্য মূল্য মেটানোর উপায় নিয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামের দাম মেটাতে সংকটের মুখে পড়ে ভারত। 

এমন নয় যে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বন্ধ হয়ে গেছে। বরং দ্বিপাক্ষিক বাণিজ্য লক্ষ্যমাত্রা বাড়াতে দুই দেশই রাজনৈতিকভাবে সক্রিয়। তবে সূত্র জানিয়েছে, ডলার নিষেধাজ্ঞা এড়ানোর উপায় খোঁজা হচ্ছে।

এম/

এসসিও আগে চীন রাশিয়া ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন