শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু *** জিয়ার সরকারের মন্ত্রীর ছেলে আওয়ামী লীগে, যা বললেন বিশ্লেষক *** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির

এক সপ্তাহে নবীজির রওজা জিয়ারত করেছেন লক্ষাধিক মুসল্লি

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে গত সপ্তাহে ৫৫ লাখ ১৩ হাজার ৯২১ জন মুসল্লি নামাজ আদায় করেছেন। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেছেন লক্ষাধিক জিয়ারতকারী।

সৌদি সংবাদ মাধ্যম এসপিএ-এর খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মসজিদে নববীতে আগতদের নামাজ এবং ইবাদত আদায়ের সেবাগুলো আগের থেকে সহজ করা হয়েছে।

এ সময় পাঁচ লাখ ৬৩ হাজার ৪১ জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতকারীদের মধ্যে ১ লাখ ২০ হাজার ৯০৪ জন পুরুষ এবং ৯৯ হাজার ৪০০ নারী রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন।

মসজিদে নববীর কর্তৃপক্ষ ১৩ হাজার ২৬২জন বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিকে বিশেষ সেবা প্রদান করেছেন। ১ লাখ ২৯ হাজার ৯৪৪ হাজার ইবাদতপালনকারী বিভিন্ন ভাষায় সেবা গ্রহণ করেছেন।

মক্কার মসজিদে হারামের পরই মদিনার মসজিদে নববীর গুরুত্ব ও মর্যাদা।  মসজিদে নববীতে নামাজ পড়ার বিশেষ ফজিলত রয়েছে। এতে নামাজ পড়লে এক হাজার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। সুতরাং এখানে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদে ছয় মাস নামাজ পড়ার সমতুল্য।

নবীজির রওজা জিয়ারতের বিশেষ ফজিলতও রয়েছে। এক হাদিসে হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ‘যে আমার ওফাতের পর আমার (রওজা) জিয়ারত করল, সে যেন আমার জীবদ্দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করল।’ (দারাকুতনি : ২৬৯৪)

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও ইরশাদ করেছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেলো। (মুসলিম) 

ওআ/

ধর্ম নবীজি (সা.) রওজা জিয়ারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250