রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে পুলিশ, সামাজিক মাধ্যমেও নজরদারি *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

আম উৎপাদনে বাংলাদেশ সপ্তম, প্রথম কে?

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব ৩২৭-এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময়ই আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে। চীনা পর্যটক হিউয়েন সাং ৬৩২ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে এ অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন।

আম শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে। ইংরেজি ভাষা ব্যবহারকারীদের মতোই পর্তুগিজরাও আমকে ম্যাংগো বলেন। ফরাসিরা ম্যাংনড আর চাইনিজদের কাছে ম্যাংকো নামে পরিচিত। ভারতীয় উপমহাদেশ আমের আদি উৎপত্তিস্থল। তবে ঠিক কখন থেকে এর চাষাবাদ শুরু হয়েছিল, সে কথা কারো জানা নেই। আনুমানিক হিসাব করলে, কয়েক হাজার বছরতো হবেই। পৃথিবীর মোট উৎপাদিত আমের প্রায় অর্ধেকই হয় ভারতে। এর পরের স্থান দখলকারী দেশগুলোর মধ্যে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মেক্সিকো, ব্রাজিল, বাংলাদেশ, নাইজেরিয়া, ফিলিপাইন। এরপর অস্ট্রেলিয়া, আমেরিকা, আফ্রিকা। ক'বছর আগে আমাদের অবস্থান ছিল অষ্টমে। এখন সপ্তমে উন্নীত হয়েছে।

আরো পড়ুন: মাদারীপুরে এক গাছেই ধরেছে ৮ জাতের আম

ফজলি, হিমসাগর, ল্যাংড়া, লক্ষ্মণভোগ থেকে শুরু করে আরও কত নাম। হ্যাঁ, কথা হচ্ছে আমের। পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম আছে। আমের প্রায় কয়েকশ জাত রয়েছে।

এম এইচ ডি/ আই. কে. জে/

আম উৎপাদন বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন