মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা *** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার *** ২৯ বছর পর সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

আবার এক হচ্ছেন মেসি-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বার্সেলোনায় খেলার সময় লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের বন্ধুত্ব গড়ে ওঠে। ক্লাব ছাড়লেও দুই মহাতারকার যোগাযোগটা অক্ষুণ্ন ছিল। দুই বন্ধু ফের এক হতে চলেছে ইন্টার মায়ামির জার্সিতে। সুয়ারেজের যুক্তরাষ্ট্র গমনের সম্ভাবনার খবরটি দিয়েছে ক্রীড়া মাধ্যম গোলডটকম।

গত জুলাইয়ে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। তখনই গুঞ্জন ওঠে ডেভিড বেকহ্যামের ক্লাবটিতে যাবেন লুইস সুয়ারেজও। তবে উরুগুইয়ান তারকার বর্তমান ক্লাব গ্রেমিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় সেই গুঞ্জন মিইয়ে যায়। 

রোববার (২২ অক্টোবর) ইন্টার মায়ামির ভেনেজুয়েলান স্ট্রাইকার জোসেফ মার্টিনেজের ক্লাব ছাড়ার খবর নিশ্চিত করেছেন কোচ জেরার্ডো টাটা মার্টিনো। এতেই ফের সুয়ারেজের ইন্টার মায়ামিতে যোগ দেয়ার সম্ভাবনা জেগেছে। 

গোলডটকম জানিয়েছে, মার্টিনেজের শূন্যস্থান পূরণেই সুয়ারেজকে ব্রাজিল থেকে উড়িয়ে যুক্তরাষ্ট্রে আনতে চায় মায়ামি। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে সুয়ারেজের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। তখনই ফ্রি এজেন্ট হয়ে মেসির সঙ্গী হতে পারেন সুয়ারেজ।

মেজর লীগ সকারে (এমএলএস) নিজেদের শেষ ম্যাচে শার্লটের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচে খেলেননি জোসেফ মার্টিনেজ। ম্যাচ শেষে ভেনেজুয়েলান তারকার দল ছাড়ার খবরটি দেন কোচ টাটা মার্টিনো। তিনি বলেন, জোসেফ এই ম্যাচটি খেলতে আসেনি কারণ সে আগামী মৌসুমে আমাদের সঙ্গে আর থাকছে না। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। দলের শেষ ম্যাচ খেলে কোনো ঝুঁকি নিতে চায়নি সে।

আরো পড়ুন: মেসির হাতেই অষ্টম ব্যালন ডি’অর!

গত ২১শে সেপ্টেম্বর টরন্টো এফসি-ইন্টার মায়ামি ম্যাচে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক বিরতিতে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। সবমিলিয়ে ইন্টার মায়ামির শেষ ৬ ম্যাচে ছিলেন না মেসি। লম্বা বিরতি কাটিয়ে শার্লটের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। তবে মায়ামিকে জেতাতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা। শার্লটের কাছে ১-০ গোলে হারে মায়ামি। যদিও একবার লক্ষ্যভেদ করেছিলেন মেসি। তবে অফসাইডের খড়গে বাতিল হয় সেটি। আগেই এমএলএস কাপ ট্রফির প্লে-অফ থেকে ছিটকে পড়া ইন্টার মায়ামির জন্য শার্লট ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার।  

এসকে/ 

লিওনেল মেসি ইন্টার মায়ামি যুক্তরাষ্ট্র লুইস সুয়ারেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250