মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন *** প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি আজ

আনুশকাকে নিয়ে ব্যাডমিন্টন কোটে কোহলি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

আইপিএলে ব্যাটে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। তবুও ক্রিকেট ভুলে অন্য খেলায় মাতলেন বিরাট কোহলি। এই খেলায় জুটি বাঁধলেন তার স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে। ক্রীড়াপ্রেমীদের সামনে ধরা দিলেন অন্য মেজাজে।

আইপিএলের ব্যস্ততার মধ্যে ফাঁক পেতেই কোহলি ও স্ত্রী আনুশকা জুটি বেঁধে সোমবার নেমে পড়লেন ব্যাডমিন্টন কোটে। বেঙ্গালুরুর একটি আবাসনে পৌঁছে যান তারা। একটি প্রতিযোগিতায় জয়ী দম্পতির সঙ্গে ব্যাডমিন্টন খেলতে নেমে পড়লেন কোহলি-অনুশকা। খেলার মাঠে প্রথমবার এ জুটিকে পেয়ে খুশি বেঙ্গালুরুর ওই অভিজাত আবাসনের বাসিন্দারাও।

ক্রিকেটের ব্যস্ততার মাঝে অন্যরকম অনুষ্ঠানে অংশ নিয়ে খুশি কোহলিও। ভারতীয় দলের সাবেক অধিনায়ক বলেছেন, ‘খেলাধুলাকে সকলের জীবনের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। আমি খুশি, এই সংস্থাটি এটার প্রয়োজনীয়তা অনুভব করে। তাদের উদ্যোগ খুবই আন্তরিক। ব্যস্ততার মাঝে স্থানীয় মানুষদের সঙ্গে মেশার সুযোগ পেয়ে দারুণ লাগছে। আশা করি আমরা অনেককে অনুপ্রাণিত করতে পারব। আগামী দিনে অনেকে খেলাধুলাকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করবেন।’

ফিটনেস নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছিল একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা। সেই সংস্থাই কোহলির ব্যক্তিগত ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারী। 

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় বলেন, খেলা এবং ফিটনেসকে আমাদের সংস্কৃতির অঙ্গ করে তুলতে চাই আমরা। সমস্ত স্তরের মানুষকে আমরা এ ব্যাপারে সব সময় উৎসাহ দিই। কোহলি আর অনুষ্কাকে এই প্রচারে পেয়ে আমরা খুশি। ওরা নিজেদের ক্ষেত্রে যুবসমাজের আদর্শ। সচেতনতা তৈরি এবং মানুষকে উৎসাহ দেওয়ার জন্য কোহলি-অনুশকার থেকে ভালো জুটি আর কী হতে পারে।

এম/

আরো পড়ুন:

সৌদিদের বিশ্বাস, মেসি তাদের ওখানেই যাবে
 

আইপিএল বিরাট কোহলি আনুশকা শর্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন