বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

আগামী বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৪৫ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) সর্বোচ্চ ৯ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য। আর সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৫৩ কোটি টাকা। এ তথ্য পরিকল্পনা কমিশন সূত্রের।
জানা গেছে, সর্বোচ্চ বরাদ্দ ১০ প্রকল্পের মধ্যে রয়েছে দ্বিতীয় মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিকেল কয়লা চালিত বিদ্যুৎ প্রকল্প, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪), ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু রেল সংযোগ, ফিজিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট (পিএফডি), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ এবং ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)।

দশ প্রকল্পে বরাদ্দ মোট এডিপির বরাদ্দের প্রায় ২৩ শতাংশ। সর্বোচ্চ বরাদ্দ পাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৭০৭ কোটি টাকা। পাবনার রূপপুরে এ পারমাণবিক প্রকল্প নির্মিত হচ্ছে।

এরপরই রয়েছে মাতারবাড়ি ২৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপারক্রিটিকেল কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র। যার বরাদ্দ ৯০৮১ কোটি টাকা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) জন্য বরাদ্দ পাবে ৮৫৮৬ কোটি টাকা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বরাদ্দ থাকছে ৫ হাজার ৮৭০ কোটি টাকা। এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সঙ্গে সংযুক্ত করবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য বরাদ্দ থাকছে ৫ হাজার ৫০০ কোটি টাকা। এটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন প্রকল্প। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণে প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে  ৫ হাজার ৪৯৯ কোটি টাকা। এটি প্রকল্প বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উন্নয়ন প্রকল্প।

ফিজিক্যাল ফ্যাসিলিটিস ডেভেলপমেন্ট (পিএফডি) প্রকল্পের জন্য বরাদ্দ ৪ হাজার ৬৯৬ কোটি টাকা। অত্যাবশ্যকীয় স্বাস্থ্য ও জনসংখ্যা পরিষেবা প্রদানের লক্ষ্যে নতুন অবকাঠামো সুবিধা স্থাপনের জন্য সরকার এই প্রকল্পটি হাতে নিয়েছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) জন্য বরাদ্দ থাকবে ৩ হাজার ৯১১ কোটি টাকা। ঢাকার যানজট নিরসন এবং বায়ু দূষণ কমানোর লক্ষ্যে হাতে নেওয়া হয়েছে ম্যাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্প।

আরো পড়ুন: চিনির দাম কেজিতে ১৬ টাকা বাড়াল সরকার

দেশের বৃহত্তম রেলওয়ে সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণে বরাদ্দ পেয়েছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা। আর ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) বরাদ্দ পাবে ৩ হাজার ৪২৫ কোটি টাকা। এটি দশম সর্বোচ্চ বরাদ্দ পাওয়া প্রকল্প।

এসি/ আইকেজে 

বাজেট রূপপুর বিদ্যুৎকেন্দ্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন