বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি *** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ

‘টাইগার ৩’-এর জন্য কবে শুটিং ফ্লোরে জুটি বাঁধছেন দুই খান ?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডের দুই তাবড় তারকা তাঁরা। দুই স্বনামধন্য খান। রিয়েল লাইফের ভাল বন্ধু তো বটেই, পাশাপাশি রিল লাইফেও একাধিক ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। দীর্ঘ দিন পরে চলতি বছরেই ‘পাঠান’ ছবিতে এক ফ্রেমে ধরা দিয়েছেন শাহরুখ খান ও সালমান খান।

‘পাঠান’-এ বিশেষ চরিত্রে সালমান খানের উপস্থিতি ও শাহরুখ-সালমান জুটির সমীকরণ নজর কেড়েছে দর্শকের। বক্স অফিস সাফল্যের পাশাপাশি প্রিয় দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখে উৎসাহ আরও বেড়ে গিয়েছে অনুরাগীদের। তার পর থেকেই দুই তারকাকে আরও এক বার একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা।

 ‘পাঠান’-এর সাফল্যের পরেই জানতে পারা যায়, যশরাজের পরবর্তী ‘টাইগার ৩’ ছবিতে সালমান খানের পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। মাস খানেক আগেই প্রকাশ্যে এসেছিল সেই চরিত্র সম্পর্কিত একাধিক তথ্যও। এবার খবর, আগামী ৮ মে থেকেই ‘টাইগার ৩’ ছবির সেটে সালমান খানের সঙ্গে যোগ দেবেন শাহরুখ খান।

আরো পড়ুন: শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

‘টাইগার ৩’ ছবিতে একটি জেল থেকে পালানোর দৃশ্যে একসঙ্গে অভিনয় করতে চলেছেন শাহরুখ ও সালমান। খবর, ‘টাইগার ৩’-এর চিত্রনাট্যে এমন একটি দৃশ্য আছে, যেখানে টাইগারকে গারদ থেকে ছাড়ানোর সময়ে সেখানে এসে উপস্থিত হবে বন্ধু পাঠান। সেই অ্যাকশন দৃশ্যেই এক ফ্রেমে ধরা দিতে চলেছেন দুই খান।

শোনা যাচ্ছে, আগামী সোমবার থেকে শুরু করে প্রায় এক সপ্তাহ শুটিং চলবে সেই দৃশ্যের। মুম্বইয়ে যশরাজ স্টুডিয়োতে শুট করা হবে গোটা দৃশ্যের। ওই দৃশ্যের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া নিজেও।

যশরাজের ‘স্পাই ইউনিভার্স’, থুড়ি ‘গুপ্তচর ব্রহ্মাণ্ড’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হতে চলেছে ‘টাইগার ৩’। ‘পাঠান’-এর সাফল্যের পর ‘টাইগার ৩’ নিয়ে যথেষ্ট আশাবাদী ওয়াইআরএফ। চলতি বছরের দীপাবলিতেই মুক্তি পাওয়ার কথা ‘টাইগার ৩’ ছবির।

সূত্র: আনন্দবাজার

এসি/ আই. কে. জে/

‘টাইগার ৩ শুটিং খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন