মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত

৬ বছর পর বাড়ি ফিরলো হারিয়ে যাওয়া ব্রিটিশ কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১০ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

হারিয়ে যাওয়ার ৬ বছর পর বাড়ি ফিরলো ব্রিটিশ কিশোর অ্যালেক্স ব্যাটি। নিখোঁজ হওয়ার পর গত সপ্তাহের শুরুতে নিরাপদে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ।

বর্তমানে সে নানির সঙ্গে থাকছে। হারিয়ে যাওয়ার আগেও সে নানির সঙ্গেই থাকতো, কারণ পারিবারিক সমস্যার কারণে ব্রিটিশ আদালত অ্যালেক্স কে তার মা মেলেনি ব্যাটি এর পরিবর্তে নানির জিম্মায় হস্তান্তর করে। যদিও তার মা তকে জোর করে তার নানির কাছ থেকে নিয়ে গিয়েছিল এবং তাকে নিয়ে ফিনল্যান্ডে চলে যাওয়ার পরিকল্পনা করছিল। মায়ের এই পরিকল্পনা শুনেই মূলত ঘর ছেড়েছিল অ্যালেক্স।

ফ্রান্সের তদন্তকারীদের অ্যালেক্স জানিয়েছেন ফ্রান্সে আসার আগে সে মরক্কোতে ছিল। মায়ের ঘর থেকে সে রাতের বেলা পালায়, যাতে কেউ তাকে দেখতে না পায়। এই ছয় বছর অ্যালেক্স মূলত একটি আধ্যাত্মিক দলের সঙ্গে যাযাবর জীবন কাটিয়েছে। সে এক জায়গায় কয়েক মাসের বেশি কাটায়নি। 

আরো পড়ুন: শুধু পানি খেয়ে বেঁচে আছেন ৫০ বছর!

২০১৭ সালে অ্যালেক্স যখন হারিয়ে যায় তখন তার বয়স ছিল ১১ বছর। দক্ষিণ ফ্রান্সের একটি পাহাড়ি এলাকায় একজন ডেলিভারি ড্রাইভারের সঙ্গে অ্যালেক্সের সঙ্গে দেখা হয় যখন সে চার দিন ধরে হেঁটে যাচ্ছিল। ডেলিভারি ড্রাইভার ফেবিয়েন আচিদিনি তদন্তকারীদের জানান, বৃষ্টি ভেজা অ্যালেক্সকে দেখেই মনে হচ্ছিল তার সাহায্য দরকার, সে ফরাসি বলতে পারছিল না। প্রথমে তাকে সন্দেহ হচ্ছিল, সে নিজের নাম না বলে ভিন্ন নাম বলেছিল। তবে সময় বাড়ার সঙ্গে সে মানিয়ে নেয়, কয়েকটা গ্রামে ডেলিভারি কাজে সাহায্য করে এবং নিজের সম্পর্কে বলতে শুরু করে।

যত দৌড়াবেন, তত বোনাস পাবেন!
ফেবিয়েন বলেন, অ্যালেক্স যখন আমাকে বলে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বা অপহরণ করা হয়েছিল, তখন আমি অবাক হয়েছিলাম এবং তাকে বিষয়টা আবার বলতে বলি। পরে ফেবিয়েন তাকে নানির সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করে। তাছাড়া অনলাইনে সার্চ করে তিনি এও জানতে পারেন যে, অ্যালেক্স নিজ দেশে নিখোঁজ এবং সেই নিখোঁজের ছবি দেখে অ্যালেক্সের ব্যাপারে নিশ্চিত হন।

ফেবিয়েন জানিয়েছেন, অ্যালেক্স স্কুলে ফিরে যেতে চায়, সে ইঞ্জিনিয়ারিং পড়তে চায়।

সূত্র : এনডি টিভি 

এইচআ/  আই.কে.জে


নিখোঁজ ব্রিটিশ কিশোর ৬ বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন