বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রস্তুত পুলিশ: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৬ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দায়িত্ব পালন করতে পুলিশসহ অন্যান্য সংস্থা প্রস্তুত রয়েছে। ভোট সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন করতে পারব, পুলিশের পক্ষ থেকে সেই প্রস্তুতি রয়েছে। পাশাপাশি আনসার এবং বিজিবিও প্রস্তুত রয়েছে। একপর্যায়ে সেনাবাহিনীও সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য মাঠে নামবে।’

বুধবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুর রায়েরবাজার বধ্যভূমি এলাকায় শীতার্তদের মাঝে ডিএমপি কমিশনার শীতবস্ত্র বিতরণ করেন। নির্বাচন নিয়ে কোনো হুমকি আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সে সময় তিনি এ কথা বলেন। জনগণের মধ্যে ভোট দেওয়ার জন্য উৎসাহ–উদ্দিপনা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। 

নির্বাচনী প্রচার-প্রচারণায় বিশৃঙ্খলা বিষয়ে প্রার্থীদের প্রতি ডিএমপির কোনো নির্দেশনা আছে কি না- জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ‘অবশ্যই আছে। নির্বাচন যেন অবাধ ও শান্তিপূর্ণ হতে পারে সেজন্য নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছে, এখনও দিচ্ছে। নির্বাচন কমিশনের প্রতিনিধি রিটার্নিং অফিসার প্রতি জেলায় রয়েছেন। ঢাকা মহানগর এলাকায়ও রয়েছেন। এর মধ্যে যেখানে যে ধরনের সমস্যা হচ্ছে, সেটা সমাধানের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।’

আরো পড়ুন: সেবক হিসেবে কাজের মাধ্যমে বাবার স্বপ্ন পূরণ করতে ভোট চাইলেন শেখ হাসিনা

রাজধানীতে ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার হারিবুর রহমান বলেন, ‘রাজধানীতে যেসব ছিনতাইপ্রবণ এলাকা আছে, তার মধ্যে মোহাম্মদপুর একটি। কিছু দিন আগে সেখানে একটি ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে পুরো গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে। এছাড়া ওই এলাকায় এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে সেজন্য পুলিশি টহলের পাশাপাশি তৎপরতা বাড়ানো হয়েছে। এর কিছুদিন আগে ছিনতাই রোধে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি ছিনতাইপ্রবণ এলাকার বসবাস করা নাগরিকদের সঙ্গে মতবিনিময় করে ব্যবস্থা গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘এই কমিটি ছিনতাইপ্রবণ এলাকায় গিয়ে দেখেছে, রোড লাইট বন্ধ। সেসব এলাকায় অন্ধকার বলে ছিনতাই হয়। এসব এলাকায় ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে কথা বলে লাইটের ব্যবস্থা করা হয়েছে।

গত পরশুর আগেও ঢাকার দুই সিটির ওয়ার্ড কাউন্সিলরদের নিয়েও মিটিং করা হয়েছে। সেখানে এটি নিয়েও আলোচনা হয়েছে যে, ছিনতাই প্রতিরোধে কি করা যায়? একটি এলাকায় এ ধরনের সমস্যা সম্পর্কে পুলিশ তো জানে, কিন্তু কাউন্সিলররা আরও ভালো জানেন। স্থানীয়দের কেউ জড়িত থাকলে তাদের কাছে তথ্য থাকে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীতে কিছু এলাকা উন্নত, কিছু এখনও উন্নত নয়। এসব এলাকায় চাপাগলি ও নিম্ন আয়ের মানুষের বসবাস। এরমধ্যে কিছু এলাকা আছে ছিনতাইপ্রবণ। আবার কিছু এলাকায় ছিনতাই একেবারের হয় না বলা যায়।’ 

এসি/

ভোট ডিএমপি কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন