শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক: রুমিন ফারহানা *** ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ *** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী!

রিকশা যখন লন্ডনে!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

রিকশা। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এ বাহনের চল রয়েছে। যুক্তরাজ্যের লন্ডন শহরে দিনের বেলা রিকশার দেখা তেমন পাওয়া যায় না। তবে সন্ধ্যার পর সেন্ট্রাল লন্ডনের অভিজাত এলাকা সহো, অক্সফোর্ড সার্কাস, পিকাডোলি সার্কাস, চেরিংক্রস, মেফেয়ার, পার্কলেন, হাইডপার্ক কর্নার ও নাইটব্রিজে আলোকসজ্জায় সজ্জিত রিকশার দেখা পাওয়া যায়।

এখানের রিকশা দেখতে বাংলাদেশের রিকশার মতো নয়। এগুলো তুলনায় কিছুটা নিচু, লম্বা ও চওড়ায়ও বড়। কাঠামো স্টিল দিয়ে তৈরি। এ রিকশায় অনায়াসে তিনজন যাত্রী বহন করা যায়। আসন বেশ নরম ও আরামদায়ক।

এসব রিকশায় প্যাডেলের সুবিধা থাকলেও এগুলো মূলত ইলেকট্রিক ব্যাটারিচালিত। রয়েছে গান শোনার সুবিধা। যাত্রীরা নিজেদের পছন্দের গান ব্লু–টুথ সংযোগের মাধ্যমে মুঠোফোনে সংযুক্ত করে গান বাজিয়ে ঘুরে ঘুরে উপভোগ করেন লন্ডন শহর। তবে এ জন্য যাত্রীদের গুনতে হয় বাস–ট্যাক্সির তুলনায় কয়েক গুণ বেশি অর্থ। লন্ডনের রিকশাচালকেরা দূরত্বের হিসাবে নয়, প্রতি মিনিটে পাঁচ থেকে ছয় পাউন্ড ভাড়া নেন যাত্রীর কাছ থেকে। এ ক্ষেত্রে যাত্রীদের নূন্যতম পাঁচ মিনিট রিকশায় চড়তে হয়।

অ্যাডাম নামের ৪৫ বছর বয়সী এক রিকশাচালকের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি পোল্যান্ড থেকে লন্ডনে এসেছেন। পেশা হিসেবে বেছে নিয়েছেন রিকশাচালনা। প্রতি সন্ধ্যায় তিনি রিকশা চালিয়ে ২০০ থেকে ৩০০ পাউন্ড পর্যন্ত আয় করতে পারেন।

অ্যাডাম বলেন, ব্যাটারিসহ একটি নতুন রিকশা কিনতে খরচ পড়ে ১০ হাজার পাউন্ডের কাছাকাছি। রক্ষণাবেক্ষণ ও ব্যাটারি চার্জ ছাড়া তেমন খরচ নেই। মোটরযানের মতো ইনস্যুরেন্সের বাধ্যবাধকতাও নেই। এ রিকশা চালাতে লাইসেন্সেরও প্রয়োজন হয় না। তবে তিনি শুনেছেন, আগামী বছর থেকে লন্ডন সিটি কর্তৃপক্ষ এসব তিন চাকার বাহনের জন্য লাইসেন্সের শর্তারোপ করতে পারে।

এইচআ/ আই.কে.জে



বাংলাদেশ লন্ডন রিকশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250