বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

জেনে নিন রসুনের খোসার মজার কিছু ব্যবহার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১২ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রসুনের উপকারিতার কথা আমাদের সকলের কমবেশি জানা। কিন্তু রসুনের খোসাও যে অনেক কাজের ও মজার কিছু ব্যবহারে আসে তা অনেকেই জানেন না। রসুনের খোসা এমনিতে ছাড়ানো কষ্টকর। আর ছাড়ালেও অনেক সময় তা ফেলে দেন। কিন্তু বেশ কয়েকটি মজার ব্যবহার রয়েছে রসুনের। চলুন যেগুলো জেনে নিই-


তেলে ব্যবহার করুন

রসুনের খোসা পরিষ্কার শুকনো কাচের বোতলে ভরে তাতে অলিভ অয়েল ঢালুন। কয়েক সপ্তাহ রাখার পর এই তেল সালাদে ব্যবহার করতে পারেন। রসুনের হালকা ফ্লেভার থাকবে তেলে। 

ভিনেগারের সঙ্গী

অনেক খাবার তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়। এক বোতল ভিনেগারে রসুনের খোসা মিশিয়ে নিলে সালাদ বা রান্নায় ব্যবহার করতে পারেন। আবার মাংস ম্যারিনেট করতেও এটি ব্যবহার করা যায়।

রসুনের লবণ

ঘরে খাবার লবণের স্বাদ বাড়িয়ে দেয় রসুনের খোসা। লবনে রসুনের স্বাদ যোগ করে সরাসরি রসুন ব্যবহারের তীব্রতা এড়ানো যায়।

আরো পড়ুন : রসুন খেলে কি লিভার ভাল থাকে? কি বলছেন বিশেষজ্ঞরা

রসুনের চা

রসুনের খোসা দিয়ে চা বানালে সরাসরি রসুন ব্যবহারের আশটে ঘ্রাণ থাকে না। একটি হাড়িতে পরিমাণ মতো পানি নিয়ে চুলোয় রসুনের খোসা যোগে কিছুক্ষণ ফুটিয়ে নিন। এই চা সর্দি বা কাশির ক্ষেত্রে কার্যকর।

দুর্গন্ধ দূর করার কাজে

বাড়ির যেখানে আশটে বা স্যাতস্যাতে দুর্গন্ধ রয়েছে সেখানে একটি থলিতে রসুনের খোসা ভর্তি করে ঝুলিয়ে রাখুন। আলমারি বা ড্রয়ারেও রাখতে পারেন। রসুনের খোসা এই বাজে গন্ধ দূর করে বাতাস নির্মল রাখবে। আলমারিতেও রাখতে পারেন। কাপড় ভালো থাকবে।

তরকারি রান্নায় খোসা গুড়ো

রসুনের খোসা শুকনো খোলায় ভেজে ঠাণ্ডা করে গুঁড়ো করে নিন। এই গুঁড়ো খাবারের স্বাদ অনেক বাড়ায়। রান্নায় রসুনের আলতো ঘ্রাণ দেয়। সঙ্গে কিছু পুষ্টিগুণও পাওয়া যাবে। 

এস/ আই. কে. জে/ 

উপকারিতা রসুনের খোসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন