রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

যেভাবে দেখবেন রোনালদো ও মেসির খেলা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে (এসপিএল) রীতিমতো তারার হাট বসে গেছে। প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদো, এরপর করিম বেনজেমা, এখন শোনা যাচ্ছে নেইমারের নামও। ওদিকে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগদানের মাধ্যমে বিশ্ব ফুটবলে বাড়তি মনোযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারও (এমএলএস)।

দুটি লিগ নিয়ে ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি। কীভাবে এসপিএল আর এমএলএসের খেলা দেখা যায়, এ নিয়ে কৌতূহলীর সংখ্যাও বেড়েছে স্বাভাবিকভাবেই। সৌদি প্রো লিগে ২০২৩-২৪ মৌসুমের খেলা শুরু হয়েছে গতকাল। রোনালদোর আল নাসর আর বেনজেমার আল ইত্তিহাদ প্রথমবার মাঠে নামছে আজ রাতে। অপর দিকে মেসির লিগে খেলা এখন শুরুর অপেক্ষায়।

এমএলএসে মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে, শেষ হয় ডিসেম্বরে। মাঝে জুলাই-আগস্টে এক মাস মেক্সিকান লিগের দলগুলোর সঙ্গে লিগস কাপে খেলে থাকে যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো। গত মাসে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন মেসি। 

নতুন মৌসুম শুরুর আগে ইউরোপ থেকে বেশ কিছু নামী, অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড় কিনেছে সৌদি আরবের ক্লাবগুলো। যার সুবাদে ২০২৩-২৪ মৌসুমের খেলা সম্প্রচারে বিশ্বের বিভিন্ন অংশে নতুন চুক্তি করতে পেরেছে এসপিএল। এর মধ্যে ভারতীয় অঞ্চলে এসপিএল দেখানোর স্বত্ব কিনেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানটি টেলিভিশন ও অ্যাপের মাধ্যমে সৌদি প্রো লিগের ম্যাচগুলো দেখাবে। 

লাইভ স্ট্রিমিং অ্যাপ সনি লিভ (sonyliv, সাবস্ক্রিপশন প্রযোজ্য) এ ছাড়া সাবস্ক্রিপশন দিয়ে আরবি ভাষার স্ট্রিমিং প্লাটফর্ম ‘শাহিদ’(shahid) নামের অ্যাপ দিয়েও খেলা দেখা যাবে।

মেজর লিগ সকারের (এমএলএস) খেলা যেভাবে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের খেলা দেখার মূল মাধ্যম অ্যাপল টিভি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল টিভি এবং স্মার্ট টিভিতে খেলা দেখা যাবে।

আর যাঁরা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ পিসি অথবা ক্রোম অপারেটিং সিস্টেমের ডিভাইস ব্যবহার করেন, তাঁদের খেলা দেখতে হলে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে।

আর.এইচ

লিওনেল মেসি রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন