ছবি-ফাইল
ক্যারিয়ারগ্রাফ অনুযায়ী সেভাবে আলোচনায় আসা কিংবা জ্বলে উঠতে পারেননি ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। তবে চেষ্টার কোনও কমতি করছেন না। নাটকের পাশাপাশি নিজেকে ব্যস্ত রেখেছেন ওয়েবেও।
এরমধ্যে শুটিং শুরু করেছেন নতুন ওয়েব সিরিজ ‘লটারি’। ভিকি জাহেদ পরিচালিত এই সিরিজে সাফা কবিরের সঙ্গে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে এর শুটিং। তাদের সঙ্গে রয়েছেন আরেক অভিনেতা মনোজ প্রামাণিকও।
অভিনেত্রী সাফা কবির কাজেই ডুবে থাকেন সবসময়। যেন দম ফেলার ফুসরতে নেই। আর সেকারণে নাকি কোনো প্রেমের সম্পর্কে নেই তিনি। এমনকি বিয়ে নিয়েও ভাবছেন না কিছু।
আরো পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচে সোনার আইফোন হারিয়ে পুলিশের দ্বারস্থ ঊর্বশী
সাফা কবিরের সহকর্মী অনেকেই ইতোমধ্যে বিয়ের পিঁড়িতে বসেছেন। আবার কেউ কেউ চুটিয়ে প্রেম করছেন। এটা নিয়ে কী ভাবছেন সাফা—উত্তরে বলেন, ‘আমি এখনও সিঙ্গেল। দর্শকের ভালোবাসাই মনে জায়গা করে নিয়েছে। এ কারণে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়েছে। কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। প্রেম নিয়ে ভাবার সময় একদমই নেই।’
তিনি জানান, বিয়ের মতো দায়িত্বটা নিজে নিতে চান না। বরং সেটা ছেড়ে দিয়েছেন পরিবারের ওপর। সাফার কথায়, ‘পরিবারের একমাত্র সন্তান আমি। বিয়ের দায়িত্ব বাবা-মায়ের ওপরই ছেড়ে দিয়েছি।’
এদিকে সম্প্রতি সাফা অভিনীত ‘বেড নম্বর-থ্রি’ নাটক মুক্তি পেয়েছে। এতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে।
এসি/ আই.কে.জে