সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

ম্যাংগো স্পেশাল ট্রেন চালু ২০ মে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১৬ই মে ২০২৩

#

ফাইল ছবি

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে সারা দেশে আম পরিবহনের খরচ কমাতে পরিবহন সংশ্লিষ্ট প্রতিনিধি ও আম ব্যবসায়ী, আম চাষি ও উদ্যোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আম ব্যবসায়ী আসাদুল আল মাহমুদ বলেন, ‘অনলাইনে অর্ডার সংগ্রহ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে আম পাঠানো হয়। কিন্তু কুরিয়ার সার্ভিসগুলোর সেবার মান খুব খারাপ। সময়মতো পণ্য পৌঁছে না। কখনো কখনো ক্যারেট থেকে আম চুরির ঘটনাও ঘটেছে। অভিযোগ করলে পাত্তা দেয় না। কুরিয়ার সার্ভিসের কর্মচারীদের অযত্ন আর অবহেলায় লোড-আনলোডিং সময়ে ক্যারেট আছড়ে ফেললে আমের খুব ক্ষতি হয়। তা ছাড়া কুরিয়ার খরচও অনেক বেশি।’ চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মুনজের আলম মানিক আম পরিবহন, বাজারজাত খরচ কমাতে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু ও ট্রেন ছাড়ার সুবিধাজনক সময়সূচি নির্ধারণ এবং আমসহ অন্য কৃষিপণ্য পরিবহন ব্যবস্থা করার দাবি জানান।

আরো পড়ুন: উন্মুক্ত হচ্ছে চট্টগ্রাম থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের দ্বার

সভায় বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, আম পরিবহনের জন্য এবারও থাকছে বাংলাদেশ রেলওয়ের ম্যাংগো স্পেশাল ট্রেন। আম মৌসুমে শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে। আগামী ২০ মে ম্যাংগো স্পেশাল ট্রেন সুবিধা চালু হবে। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা অল্প খরচে ঝাঁকুনিবিহীন নিরাপদ আম পরিবহনের সুবিধা পাবেন আম ব্যবসায়ী ও সর্ব সাধারণ। সেই সঙ্গে এবার ম্যাংগো স্পেশাল ট্রেনে দুটো বাড়তি বগি দেওয়া হবে বলেও জানান তিনি।

সভায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন কুরিয়ার সার্ভিস প্রতিনিধিদের প্রতি কেজি ১০ টাকার মধ্যে রেট নির্ধারণ ও আম পরিবহনে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁপাইনবাবগঞ্জে গত দুবারের মতো এবারও থাকছে না আম ক্যালেন্ডার। আম পাকলেই বাজারে নামবে চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম।  

 এম/

 

ম্যাংগো স্পেশাল ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন