বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

মেসির মতো গ্রিজমান যুক্তরাষ্ট্রের লিগে খেলতে চান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেও কজনই-বা জানতেন মেজর লিগ সকারের কথা। লিওনেল মেসি সেখানে যোগ দেওয়ার পর থেকেই প্রতিনিয়ত লিগটাকে ঘিরে আলোচনা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন মেসি সাবেক বার্সা সতীর্থ আঁতোয়ান গ্রিজমান। তিনি আমেরিকার লিগে মেসির সঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করলেন এবং তার ফুটবল ক্যারিয়ারের ইতি সেখানে টানতে চান।

মেসির পরপরই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন সাবেক দুই বার্সেলোনা কিংবদন্তি সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। পুরনো সতীর্থদের পেয়ে মেসিও যেন জ্বলে উঠলেন তরুণ তুর্কির মতো। সর্বশেষ ৬ ম্যাচে তিনি ৯টি গোল করেছেন, যার ওপর ভর করে প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে পা রাখে মায়ামি। এখন তারা ইতিহাস গড়ে শিরোপা অর্জনের অপেক্ষায়।

একসময় মেসির সঙ্গে গ্রিজম্যানও কাতালান ক্লাবের জার্সিতে খেলেছেন। তার বর্তমান ঠিকানা আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। সেখানে কথা প্রসঙ্গে এমএলএসে খেলার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। পুরনো সতীর্থ ও আর্জেন্টাইন মহাতারকাকেও ভাসিয়েছেন প্রশংসায়, ‘হ্যাঁ, আমি মেসিকে অনুসরণ করি। লিও ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার ম্যাচের দিন স্টেডিয়াম পুরো ভরে যায়। সে অনেক গোল করছে এবং ম্যাচও জিতছে। সে অবিশ্বাস্য।’

আমেরিকান লিগটির সাম্প্রতিক কর্মকাণ্ডও নজরে রেখেছেন গ্রিজম্যান। স্বাভাবিকভাবে মেসির আগমন পুরো লিগের চেহারাই বদলে দিয়েছে। যা চোখ এড়ায়নি এই ফরাসি মিডফিল্ডারের, ‘মার্কেটিং এবং ফুটবলের দিক থেকে মনে করি, লিওকে আনায় এমএলএস উত্তম কাজ করেছে।’ 

এরপরই মেসির লিগে ক্যারিয়ার শেষ করতে চাওয়ার কথা উল্লেখ করেন ৩২ বছর বয়সী এই তারকা ফুটবলার। যদিও সেখানে তিনি কোন দলের হয়ে খেলতে চান সেটি স্পষ্ট করেননি। তবে গ্রিজম্যানের কথার সূত্র ধরে তাকে নিকট ভবিষ্যতে এমএলএসে দেখার সম্ভাবনাই প্রবল, ‘আমার লক্ষ্য সেখানে (এমএলএস) শেষ করা। আমেরিকান স্পোর্টস পছন্দ করি, এমএলএসে খেলতে এবং মুহূর্তগুলো উপভোগ করতে চাই। 

আর.এইচ 

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250