বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা ‘দলীয় উপদেষ্টা’ আসলে কারা *** জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের *** পুলিশের বলা ‘ত্রিভুজ প্রেমের গল্প’ নিয়ে প্রশ্ন জোবায়েদের শিক্ষকের *** দেশের সব ভূমি অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ *** ‘উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি’ *** বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ *** শুক্র ও শনিবার বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে *** সেন্ট মার্টিন নিয়ে ১২ নির্দেশনা সরকারের, প্রজ্ঞাপন জারি *** সেন্ট মার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা *** ‘অবৈধ কর্মকাণ্ডে জড়িত উপদেষ্টাদের জেলে যেতে হতে পারে’

মুক্তি পেলেন গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বা। ছবি : সংগৃহীত

গ্যাবনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বাকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেয়া হয়েছে। তোকে বিদেশে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির সামরিক জান্তা। গত ৩০ আগস্ট প্রেসিডেন্ট ভবনে আলী বোঙ্গোকে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে জান্তা।

সেনা অভ্যুত্থানের এক সপ্তাহের মাথায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তাকে মুক্তি দিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার।

সম্প্রতি গ্যাবনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এর কয়েকদিন পর গত ৩০ আগস্ট ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলী বঙ্গো বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এ ঘোষণার পরপরই সেনা অভ্যুত্থান ঘটে। প্রেসিডেন্ট বঙ্গোকে তার বাসভবনে অবরুদ্ধ করা হয়।

গ্যাবনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল উলরিখ মানফুম্বি এক বিবৃতিতে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট আলী বঙ্গো এখন মুক্ত। তিনি চাইলে চিকিৎসার জন্য বিদেশেও ভ্রমণ করতে পারেন।

আলী বঙ্গোর মুক্তি বিষয়ক ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন জান্তা প্রধান ও প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া জেনারেল ব্রাইস ক্লোটেয়ার ওলিগুই এনগুয়েমা। আল জাজিরার প্রতিবেদন মতে, আলী বঙ্গো পাঁচ বছর আগে স্ট্রোক করেন। কিন্তু অভ্যুত্থানের পর তিনি প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছিলেন না।

তবে আলী বঙ্গোকে মুক্তি দেয়া হলেও তার স্ত্রী ও ছেলেকে আটক রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতো কঠোর অভিযোগ আনা হয়েছে। সেনা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আলী বঙ্গোর স্ত্রী ও তার ছেলেকে বিচারের মুখোমুখি হতে হবে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ চুরির অভিযোগ রয়েছে।

গ্যাবনে গত ২৬ আগস্ট প্রেসিডেন্ট নির্বাচন হয়। ব্যাপক কারচুপি হওয়া ওই নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন আলী বোঙ্গো। তবে নির্বাচনে অনিয়ম হওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর মধ্যদিয়ে বঙ্গো পরিবারের ৫৫ বছরের ক্ষমতার অবসান হয়।

আলী বঙ্গোর বাবা ওমর বঙ্গো আফ্রিকার সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান ছিলেন। ২০০৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ৪২ বছর ধরে একহাতে গ্যাবন শাসন করেন। এরপর ক্ষমতায় আসেন আলী বঙ্গো। গত সপ্তাহে ক্ষমতাচ্যুত হওয়ার পূর্ব পর্যন্ত ১৪ বছর দেশ শাসন করেন তিনি।

এসকে/

মুক্তি গ্যাবন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো ওনডিম্বা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250