সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

মিরপুর টেস্টে আফগানদের হারিয়ে ইতিহাসের পাতায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আফগানিস্তানকে হারিয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিল বাংলাদেশ। বাংলাদেশ মিরপুর টেস্ট জিতেছে ৫৪৬ রানে। শুধু রানের হিসেবে টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয় এটি কোনো দলের।

টেস্টে রানের হিসাবে বাংলাদেশের চেয়ে বড় ব্যবধানে জয় আছে আর মাত্র দুটি। ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে ৬৭৫ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এর ছয় বছর পর ইংল্যান্ডকে ৫৬২ রানে হারায় অজিরা। তালিকার চতুর্থ স্থানেও আছে অস্ট্রেলিয়ার নাম। ১৯১১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৩০ রানে জিতেছিল তারা।

মিরপুরে ৬৬২ রানের বিশাল টার্গেট দিয়ে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। সফরকারী দল তৃতীয় দিনের খেলা শেষ করার আগে ২ উইকেট তুলে নেয় লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল। চতুর্থ দিনের শুরুতেই বল করতে আসেন এবাদত। প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র এক রান খরচ করেন বাংলাদেশ পেসার। শরিফুল ইসলাম নিজের ওভারে দেন ২ রান। পরের ওভারেই নাসির জামালের উইকেট তুলে নেন এবাদত।

এরপর আফগানদের আর সোজা হয়ে দাঁড়াতে দেয়নি টাইগারদের পেস বিভাগ। নাসির জামাল মাঠ ছাড়ার সময় দ্বিতীয় ইনিংসে সফরকারীদের দলীয় রান ছিল ৪৮। ৬৫ রানের মাথায় শরিফুল নেন আফসার জাজাইয়ের উইকেট। ৭৮ রানে এ পেসার শিকার করেন বাহির শাহকেও। বাহির ৭ ও আফসার জাজাই করেন ৬ রান। শেষ দিকে জহির খান রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে জয় নিশ্চিত হয় টাইগারদের।

আরো পড়ুন: মালদ্বীপে বাস্কেটবলের সেমিফাইনালে বাংলাদেশ

উইকেটের মিছিলেও একপ্রান্ত আগলে রেখে খেলছিলেন ওয়ানডাউনে নামা রহমত শাহ। দলীয় ৯১ রানে তাকে তুলে নেন তাসকিন আহমেদ। ৭৩ বলে ৩০ রান করেন আফগান ব্যাটার। নিজের পরের ওভারে তাসকিন পান করিম জানাতের উইকেটও। জানাত ১৮ বলে করেন ১৮ রান।

খুব বেশি রান তুলতে না পারলেও আমির হামজা ও ইয়ামিন আহমাদজাই মিলে উইকেটে খানিকটা সময় কাটিয়ে দেন। আমিরকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ২১ বলে ৫ রান করেন আফগান স্পিনার। তাসকিন নেন ইয়ামিনের উইকেট। 

প্রথম ইনিংসে বাংলাদেশ: ৩৮২/১০ 

প্রথম ইনিংসে আফগানিস্তান: ১৪৬/১০ 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ: 8২৫/৪  লক্ষ্য: ৬৬২

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তান: ১১৫/১০ 

ফল: ৫৪৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন