বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত *** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের

মালাইকার গর্ভবতী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ অপরাহ্ন, ১লা জুন ২০২৩

#

সংগৃহীত

বলিউড তারকা অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা অন্যতম জনপ্রিয় জুটি। সম্প্রতি তারা আবারও খবরের শিরোনামে উঠে এসেছেন। এক বছর আগে, একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যে মালাইকা গর্ভবতী। সেটি আবারও আলোচনা এসেছে।

মালাইকার গর্ভাবস্থার গুজব ২০২২ সালের নভেম্বরে শুরু হয়েছিল। আর এবার অর্জুন কাপুর একটি ইনস্টাগ্রাম পোস্টে দাবিগুলো খারিজ করেন। পাশাপাশি তিনি বলেন, এ খবর সত্য নয়। তাই বিভ্রান্তি ছড়ানো বন্ধ হোক। ‘দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

মালাইকার গর্ভাবস্থার রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, অর্জুন বলেন, নেতিবাচকতাকে তুলে ধরা সহজ। আমার মনে হয়, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই এই ধরণের গুজব ছড়ানো হচ্ছে। আমাদের ব্যক্তিগত জীবন সবসময় খুব ব্যক্তিগত হয় না। তবে সেলিব্রিটিদেরও ব্যক্তিগত জীবন আছে, সেটাকে সম্মান জানানো উচিত।

তাদের সম্পর্ক একেবারে খোলা খাতার মতো। একে অপরকে আগলে রাখতে, ভালোবাসার স্বীকারোক্তিতে সবসময়েই অকপট তারা। বলিউডের এ জুটিকে নিয়ে অনেক চর্চা থাকলেও সেই সবকিছুকে থোড়াই কেয়ার করে তারা প্রমাণ করে দিয়েছেন, শেষ কথা বলে ভালোবাসাই।

আরও পড়ুন:  বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম

কিছুদিন আগে, এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন মালাইকা অরোরা। এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন মালাইকা। আরবাজ খানের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল তার। এ প্রাক্তন জুটির এক পুত্রও রয়েছে। সেই বৈবাহিক সম্পর্ক ভেঙে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। বয়সে অর্জুন অভিনেত্রীর থেকে বেশ কিছুটা ছোট হলেও তাদের রসায়ন নিয়ে কখনো কারও মনে প্রশ্ন ওঠেনি। একে অপরের মধ্যে ডুবে থাকেন তারা। সেই সুর সাক্ষাৎকারের উত্তর দিতে গিয়ে ধরা পড়েছিল মালাইকার গলায়।

অভিনেত্রী সোজাসাপ্টা জানিয়েছিলেন, অনেকেই ভাবেন আমি আর বিয়ের বন্ধনে বিশ্বাস করি না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমি বিয়েতে বিশ্বাস করি। অর্জুনের সঙ্গে বিয়ের কথাও আমি ভেবেছি। আমি ভালোবাসা, একসঙ্গে থেকে যাওয়ায় বিশ্বাসী।

তবে হ্যাঁ, কবে বিয়ের পিঁড়িতে বসছি, এই সময় আমি বেঁধে দেব না কখনোই। কারণ আমি বিশ্বাস করি জীবনে সব কিছু পরিকল্পনা মাফিক হয় না। আমার তো হয় ই না। জীবনে কিছু সিদ্ধান্ত হঠাৎ করেই আসে, হঠাৎ নিতে হয় আর সেটাই কাম্য।

এসি/আইকেজে 

মালাইকা অর্জুন কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন