সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সংবিধান রচনার ঘোষণা এনসিপির *** জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা থেকে ৮ জনের নাম বাদ *** বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে এডিবি *** স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে কমিশন সভাপতির চিঠি *** বৃষ্টি উপেক্ষা করে সিডনিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে লাখো মানুষ *** এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা *** তিন দশকের রাজনীতিতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুই শক্তিশালী নারী: মাহফুজ আনাম *** সংস্কার প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবে ঐকমত্য কমিশন *** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

মাদকাসক্তি ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক পলিসি ডায়ালগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

অ্যাকশননিস্ট ফাউন্ডেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘মাদকাসক্তি এবং আত্মহত্যা প্রতিরোধ : টেকসই মানসিক স্বাস্থ্য পদ্ধতি’ শীর্ষক একটি পলিসি ডায়ালগ আয়োজন করেছে। অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে  ১৩ জুন, ২০২৩ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পলিসি ডায়ালগ এর উদ্দেশ্য ছিল টেকসই মানসিক স্বাস্থ্য ব্যবস্থা প্রচারের মাধ্যমে মাদকাসক্তি এবং আত্মহত্যা প্রতিরোধের কারণগুলো খুঁজে বের করে তার সমাধান করা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল তার সূচনা বক্তব্যে বাংলাদেশে মাদকের অপব্যবহার এবং আত্মহত্যার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত মনোবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহজাবীন হক। মনোবিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক দক্ষতা এবং গবেষণার ফলাফল উপস্থাপন করে, ড. হক দর্শকদের আলোকিত করেন। তার মূল বক্তৃতায় তিনি মাদকাসক্তি, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যার জটিল সংশ্লিষ্টতার উপর আলোকপাত করে, প্রতিরোধ, হস্তক্ষেপ এবং দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারের জন্য টেকসই পন্থা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। উপমন্ত্রী মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের অঙ্গীকারকে আরও স্পষ্ট করে এবং মাদকাসক্তি মোকাবেলা ও সমাজে আত্মহত্যা প্রতিরোধে সহযোগিতামূলক প্রচেষ্টার ওপর জোর দেন। উপমন্ত্রী এই আয়োজনের সকল অতিথি, দর্শকবৃন্দ এবং সাংগঠনিক কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনায় সম্মানিত বিশেষ অতিথিদের স্বাগত জানানো হয় যারা তাদের বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি দিয়ে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী মোঃ আখতার হোসেন মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সরকারের উদ্যোগের ওপর মূল্যবান মতামত দেন। তিনি  একটি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে জাতীয় উন্নয়ন এজেন্ডায় মানসিক স্বাস্থ্য সেবাগুলোকে একীভূত করার তাৎপর্য তুলে ধরেন । 

কর্পোরেট আইকন মাসুদ খান, এফসিএ, কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সোশ্যাল রেস্পন্সিবিলিটি বিষয়ে তার অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি শেয়ার করেছেন। তার উপস্থিতি মাদকাসক্তি এবং আত্মহত্যা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে, এই জটিল সমস্যাগুলি মোকাবেলায় সমাজের সম্মিলিত দায়িত্বের উপর জোর দেন।

পরিশেষে বক্তারা দক্ষতা উন্নয়ন এবং মানসিক সুস্থতার অপরিহার্যতা তরুণ সমাজ এবং অংশগ্রহণকারীদের সামনে জোরালোভাবে তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন ভূঁইয়া পলিসি ডায়ালগ পরিচালনা করেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ মহি উদ্দিন ভূঁইয়া ও রাইসা নাসের খান এবং সভাপতিত্ব করেন অ্যাকশননিস্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. শারিন নাওমি। অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানান অ্যাকশননিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আ.ন.ম. ফখরুল আমিন।

সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, মানসিক স্বাস্থ্য পেশাদার, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং শিক্ষার্থীসহ বিভিন্ন দর্শক ইভেন্টটিতে অংশগ্রহণ করেন। সেশনের ইন্টারেক্টিভ পদ্ধতি অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে বক্তাদের সাথে যুক্ত হতে দেয়।

অ্যাকশননিস্ট ফাউন্ডেশন সবার সক্রিয় অংশগ্রহণের জন্য বক্তা এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা ও সহায়তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। ফাউন্ডেশন একটি সফল নীতি আলোচনার জন্য প্রয়োজনীয় স্থান এবং সংস্থান সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কেও স্বীকৃতি দেয়।

আই. কে. জে/      

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন