রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

মহাদেশ সৃষ্টির কারণ খুঁজছে গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ওয়েলসের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণায় একদল গবেষক। ছবি : সংগৃহীত

ওয়েলসের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে পরিচালিত গবেষণায় এক গবেষক সম্প্রতি মহাবিশ্বের প্রথম মহাদেশগুলো কবে নাগাদ গঠিত হয়েছিল তা খুঁজে বের করার চেষ্টা করছেন।

জ্যোতির্বিদ্যার অধ্যাপক জেন গ্রেভস সম্প্রতি তার নতুন গবেষণা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, জীবন ও প্রথম গঠিত মহাদেশগুলো সম্পর্কে জানতে পারলে সে জ্ঞান সৌরজগতের অন্যান্য বাসযোগ্য গ্রহ সম্পর্কে অনুসন্ধানের দরজা খুলে দিবে।

গ্রেভস বলেন, পৃথিবীর কেন্দ্রে অবস্থিত তেজস্ক্রিয় উপাদানগুলো বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্বের প্রথম মহাদেশগুলো কবে নাগাদ গঠিত হয়েছিল সে সম্পর্কে জানা যেতে পারে। এ তেজস্ক্রিয় উপাদানগুলো মূলত সৃষ্টি হয়েছিল নিউট্রন তারার সংঘর্ষে৷ তাই এগুলো সম্পর্কে বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্ব সম্পর্কে আরো জ্ঞান অর্জন করা সম্ভব।

প্লেট টেকটোনিক্স পৃথিবীর কেন্দ্র থেকে তাপ নির্গত করে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ফলে জীবের বিবর্তনের ধারা প্রশস্ত হয়।

গ্রেভসের অনুসন্ধান মূলত পৃথিবী ছাড়াও আরো বাসযোগ্য গ্রহগুলোর সন্ধানের লক্ষ্যে পরিচালিত। যদি প্লেট টেকটোনিক্স মহাদেশের সৃষ্টি এবং মানব জীবনের সৃষ্টির সাথে জড়িত থাকে, তবে পাথুরে গ্রহগুলোতে অনুসন্ধান চালানো যেতে পারে।

ইউরেনিয়াম-২৩৮, থোরিয়াম-২৩২ এবং পটাসিয়াম-৪০ এর মতো তেজস্ক্রিয় উপাদানগুলো পৃথিবীর কেন্দ্রে অবস্থিত রয়েছে, যেগুলো ক্ষয়প্রাপ্ত হওয়ার সাথে সাথে তাপ ছেড়ে দেয়।

এ উপাদানগুলো বিশ্লেষণের মাধ্যমে মহাবিশ্বের অতীত ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানা যাবে।

পৃথিবীর প্লেট টেকটোনিক্স শুরু হয় প্রায় ৩০ কোটি বছর আগে, মহাবিশ্বের সূচনার প্রায় ৯৫ কোটি বছর পর। গ্রেভসের মতে, প্রতিটি গ্রহেই মহাদেশ রয়েছে, তবে এদের গঠন পৃথিবীর তুলনায় অত্যন্ত ধীরভাবে হচ্ছে বলে এখনও তা প্রকাশ্যে আসেনি।

এসকে/ এএম/ 

গবেষণা কার্ডিফ বিশ্ববিদ্যালয় মহাদেশ মহাবিশ্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন