বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন চীনা রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার প্রস্ততি নিচ্ছেন চীনা রাষ্ট্রদূত ঝাই জুন। ইসরায়েল-হামাস সংঘাত বন্ধের বিষয়ে চাপ সৃষ্টি করতে মধ্যপ্রাচ্যে যাবেন তিনি। রবিবার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলা হয়েছে, দুই পক্ষের সঙ্গে যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, পরিস্থিতি সহজ করতে এবং শান্তি আলোচনার জন্য সমন্বয় করবেন ঝাই জুন।

গত শুক্রবার চীনে আরব লীগের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে রাষ্ট্রদূত সিসিটিভিকে বলেন, ইসরায়েল-ফিলিস্তিনির সংঘর্ষ ‘আরও ছড়িয়ে পড়ার’ সম্ভাবনা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল-গাজার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাশিয়া। তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিকট এক পৃষ্ঠার খসড়া প্রস্তাব দিয়েছে দেশটি।

প্রস্তাবে বলা হয়েছে, জিম্মিদের মুক্তি দিতে হবে, মানবিক সহায়তা সরবরাহ করতে হবে এবং প্রয়োজন হলে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। সেই সঙ্গে খসড়া প্রস্তাবে বেসামরিক মানুষজনের ওপর সব ধরনের নৃশংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ নয় দিন। এতে এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইসরায়েলি ও দুই হাজার ২১৫ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

একে/

মধ্যপ্রাচ্য সফর চীনা রাষ্ট্রদূত ঝাই জুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন